বিপিএল খেলা ওয়াহাব হলেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩
বিপিএল খেলা ওয়াহাব হলেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী

পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ। লাহোরে গভর্র বালিগ উর রেহমানের বাসভবনে বৃহস্পতিবার নবনির্বাচিত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ওয়াহাব। দেশে ফিরে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন। জিওসুপারটিভিকে এমনটাই জানিয়েছেন ওয়াহাব।

পাকিস্তানের হয়ে ১৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৩৭টি উইকেট নিয়েছেন ওয়াহাব। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ী দলের সদস্য ছিলেন ৩৭ বছর বয়সী পেসার।

বিপিএলের চলমান আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন ওয়াহাব রিয়াজ। বাংলাদেশে থাকা অবস্থাতেই মন্ত্রী হওয়ার সংবাদটি পেলেন তিনি। এবার দেশে ফিরেই নিবেন মন্ত্রীর দায়িত্ব।

এদিকে, চলমান বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪শ’ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব। চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন তিনি, যা এখন পর্যন্ত আসরে সর্বাধিক উইকেট শিকার।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অবসরে যাওয়ার আগে ভারতে খেলবেন ওয়াহাব রিয়াজ

অবসরে যাওয়ার আগে ভারতে খেলবেন ওয়াহাব রিয়াজ

আইপিএলকেই সেরা মানছেন ওয়াহাব রিয়াজ

আইপিএলকেই সেরা মানছেন ওয়াহাব রিয়াজ

পাকিস্তানের টেস্ট দল ঘোষণা, দলে ওয়াহাব রিয়াজ

পাকিস্তানের টেস্ট দল ঘোষণা, দলে ওয়াহাব রিয়াজ

অবসর ভেঙে টেস্টে ফেরার কারণ জানালেন ওয়াহাব

অবসর ভেঙে টেস্টে ফেরার কারণ জানালেন ওয়াহাব