অবসরে যাওয়ার আগে ভারতে খেলবেন ওয়াহাব রিয়াজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ এএম, ১৫ নভেম্বর ২০২১
অবসরে যাওয়ার আগে ভারতে খেলবেন ওয়াহাব রিয়াজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। এ বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করেছেন ওয়াহাব রিয়াজ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট এবং ফ্রাঞ্চাইজি লিগ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

একসময়ে পাকিস্তান জাতীয় দলে নিয়মিত হলেও ফর্মহীনতা এবং ফিটনেস সমস্যায় ভুগছেন তিনি। তাই তো জাতীয় দলের বাইরে আছেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবসর পরিকল্পনা নিয়ে কথা বলেন ওয়াহাব রিয়াজ। বলেন, ‘সবাইকে একটা সময় ক্রিকেট থেকে অবসর নিতে হয় কিন্তু আমি মনে করি, আরও দুই-তিন বছর ভালোভাবে খেলতে পারব।’ 

এছাড়াও জানান, এখনই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন না তিনি। আরও কিছুদিন জাতীয় দলে খেলতে পারবেন বলে মনে করেন তিনি। 

ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমি লক্ষ্য হচ্ছে, ২০২৩ বিশ্বকাপে খেলা এবং তারপর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাব। তবে বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলা চালিয়ে যাব।’

এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট,৯১ ওয়ানডে এবং ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন ওয়াহাব রিয়াজ। আন্তর্জাতিক ক্যারিয়ারে শিকার করেছেন মোট ২৩৭ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে আত্মবিশ্বাসী ইফতিখার

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে আত্মবিশ্বাসী ইফতিখার

প্রিয় বালিশকে সঙ্গী করেই ঢাকায় রিজওয়ান

প্রিয় বালিশকে সঙ্গী করেই ঢাকায় রিজওয়ান

সেমি-ফাইনালে নিজের পারফর্মেন্সে হতাশ হাসান আলি

সেমি-ফাইনালে নিজের পারফর্মেন্সে হতাশ হাসান আলি

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ