এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৪ জুলাই ২০১৮
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সম্প্রতি শেষ হয়েছে নারী এশিয়া কাপ। যেখানে বাংলাদেশ মেয়েদের হাতে ধরে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এবার ছেলেদের এশিয়া কাপের পালা। ভারত এবারের আসর আয়োজন করতে অপারগতা প্রকাশ করায় এশিয়া কাপের ১৪তম আসরটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।

ছেলেদের এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া ‘স্টার স্পোর্টস’ এ সূচি প্রকাশ করেছে।

প্রকাশিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরের ১৫ তারিখ দুবাইতে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ১৩ দিনব্যাপী এ টুর্নামেন্টের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর।

ছয় দেশের এ টুর্নামেন্টের ইতোমধ্যেই নিশ্চত হয়েছে পাঁচ দল। তারা হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তান। ষষ্ঠ দলটি নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে।

এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ছয় দল। ‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দল। ‘বি’ গ্রুপে লড়বে- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল নিয়ে হবে ‘সুপার ফোর’। যেখানে চার দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখানের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ। ১৫ তারিখে শুরু হওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ চলবে ২০ তারিখ পর্যন্ত। পরে ২১ তারিখ থেকে শুরু হবে ‘সুপার ফোর’ এর ম্যাচ। ফাইনাল ম্যাচটি হবে ২৮ সেপ্টেম্বর তারিখে।

এবার আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবু ধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি।


শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজের বাইরে যাওয়া ঠিক হবে না : পাপন

মোস্তাফিজের বাইরে যাওয়া ঠিক হবে না : পাপন

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

বাংলাদেশ ‘এ’ দলে মোমিনুল, সৌম্য ও তাসকিন

বাংলাদেশ ‘এ’ দলে মোমিনুল, সৌম্য ও তাসকিন