বগুড়ায় অমিত ও কক্সাবাজারে জহুরুলের সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়ায় অমিত ও কক্সাবাজারে জহুরুলের সেঞ্চুরি

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচে প্রথম দুদিনে সেঞ্চুরি হয়েছিল চারটি। তৃতীয়দিনে হল আরও দুটি। সোমবার বগুড়ায় মধ্যাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন দক্ষিণাঞ্চলের অমিত হাসান।

একইদিনে দশ রানের জন্য তিন অংক ছুঁতে পারেননি ফজলে মাহমুদ। দু'জনের ব্যাটে ভর করে বড় লিডের পথে রয়েছে দক্ষিণাঞ্চল। আর কক্সবাজারে উত্তরাঞ্চলের বিপক্ষে মুমিনুল হকের পর তিন অংক ছুঁয়েছেন জহুরুল ইসলামও।

দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে চারশো পার করেছে পূর্বাঞ্চল। গুরুত্বপূর্ণ তৃতীয় রাউন্ডে দাপট দেখাচ্ছেন ব্যাটাররাই।

প্রথম ইনিংসে সাদমান সেঞ্চুরি করে দক্ষিণাঞ্চলকে এগিয়ে রেখেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি শূন্যতে আউট হন। প্রথম তিন ব্যাটারের ব্যর্থতার পর অমিত হাসান ও ফজলে মাহমুদ বড় জুটি গড়ে দলের বিশাল লিডের পথ তৈরি করে দেন।

ফজলে মাহমুদ (৯০) দশ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও ১১২ রানে অপরাজিত রয়েছেন অমিত। তার ২৩৫ বলের ইনিংসে রয়েছে ১৮টি চার।

২১ বছর বয়সী অমিতের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ষষ্ঠ সেঞ্চুরি। পাঁচ উইকেটে ২৪৬ রানে তৃতীয়দিন শেষ করে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চল নয় বোলার দিয়ে বোলিং করায়।

প্রথম ইনিংসে তারা ৩১৩ রান করতে পারে। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়। পাঁচ উইকেট হাতে রেখে ২৭৬ রানের লিড নিয়েছে দক্ষিণাঞ্চল।

এদিকে বিসিএলের আগের রাউন্ডে সেঞ্চুরি করা জহুরুল হক আরও একটি শতক তুলে নিলেন। ৩৬ বছর বয়সী এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ষষ্ঠ সেঞ্চুরি। মুমিনুলের পর তার সেঞ্চুরিতে পূর্বাঞ্চল ৪০৩ রান করতে পারে।

জবাবে তিন উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে তারা নয় উইকেটে ৩৭৮ রানে ইনিংস ঘোষণা করে। সাত উইকেট হাতে নিয়ে ১১৩ রানের লিড পেয়েছে পূর্বাঞ্চল।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

সাদমানের স্বস্তির সেঞ্চুরি

সাদমানের স্বস্তির সেঞ্চুরি

বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ

বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ

অনলাইন টিকিট নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি’র সিইও

অনলাইন টিকিট নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি’র সিইও

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ