আইসিসির এলিট প্যানেল আম্পায়ার আলিম দারের পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৭ মার্চ ২০২৩
আইসিসির এলিট প্যানেল আম্পায়ার আলিম দারের পদত্যাগ

আইসিসির এলিট প্যানেল থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। এর মধ্য দিয়ে আইসিসির এলিট প্যানেল হিসেবে ১৯ বছরের দীর্ঘ যাত্রার পরিসমাপ্তি ঘটলো আলিম দারের।

৫৪ বছর বয়সী পাকিস্তানি এ আম্পায়ার চারটি বিশ্বকাপ ফাইনালসহ ছেলেদের ক্রিকেটে রেকর্ড ৪৩৫টি ম্যাচ পরিচালনা করেছেন। আলিম দার আইসিসির এলিট প্যানেল ছাড়লেও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন।

আইসিসির এক বিবৃতিতে আলিম দার বলেন, “বিশ্বজুড়ে আম্পায়ারিং করাটা ছিল আমার জন্য আনন্দের, একইসঙ্গে সম্মানের। আমি যা অর্জন করেছি, এ পেশায় প্রবেশের সময় সেটি স্বপ্নতেও ভাবিনি।”

তিনি বলেন, “যদিও আমি আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চাই। তবে আমি এখন মনে করছি, এলিট প্যানেলে ১৯ বছর থাকার পর এখন সরে যাওয়ার সময় এসেছে।”

আলিম দার আরও বলেন, “এতে করে আন্তর্জাতিক প্যানেলে অন্য কেউ সুযোগ পাবে। বিশ্বজুড়ে আম্পায়ারদের জন্য আমার বার্তা হলো-পরিশ্রম, শৃঙ্খলা ধরে রাখা এবং শেখা চালিয়ে যাওয়া।”

২০০২ সালে এলিট প্যানেল শুরুর পর প্রথম পাকিস্তানি হিসেবে সুযোগ পেয়েছিলেন আলিম দার। ২০০৭ এবং ২০১১ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ, ২০১০ এবং ২০১২ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছেন তিনি। এছাড়া টানা তিনবার আম্পায়ারদের সর্বোচ্চ পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন পাকিস্তানি এ আম্পায়ার।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

২২ ধাপ এগিয়েছেন শান্ত, লিটনের অগ্রগতি ১২ ধাপ

২২ ধাপ এগিয়েছেন শান্ত, লিটনের অগ্রগতি ১২ ধাপ

ওয়ানডে ফরম্যাটে সাকিব-মুশফিক-তাইজুলের উন্নতি

ওয়ানডে ফরম্যাটে সাকিব-মুশফিক-তাইজুলের উন্নতি

শাস্তির কবলে নাগপুর টেস্টের সেরা জাদেজা

শাস্তির কবলে নাগপুর টেস্টের সেরা জাদেজা

টেস্টের বর্ষসেরা স্টোকস

টেস্টের বর্ষসেরা স্টোকস