ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে জয়সুরিয়া ও রউফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৩
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে জয়সুরিয়া ও রউফ

আইসিসি র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়সুরিয়া ও পাকিস্তানের পেসার হারিস রউফ। টেস্ট র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯তমস্থানে উঠেছেন জয়সুরিয়া। আর টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ১১তমস্থানে জায়গা করে নিয়েছেন রউফ।

চলতি সপ্তাহে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট নেন শ্রীলঙ্কার জয়সুরিয়া। ম্যাচের সেরা খেলোয়াড়ও হন তিনি। দুর্দান্ত বোলিং পারফরমেন্সে ৬৬৯ রেটিং নিয়ে ১৯তমস্থানে উঠেছেন জয়সুরিয়া।

আয়ারল্যান্ডের বিপক্ষে গল টেস্টে ২৩৫ বলে ১৭৯ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৭৮৩ রেটিং নিয়ে নবম স্থানে উঠেছেন তিনি।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। ইতিমধ্যে ৩টি ম্যাচ শেষ হয়েছে। ৩ ম্যাচে বল হাতে ১০ উইকেট নিয়েছেন রউফ।

এমন বোলিংয়ে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে রউফের। ৬৫৭ রেটিং নিয়ে ১১তমস্থানে ওঠে এ ফরম্যাটে পাকিস্তানের পক্ষে এখন সেরা বোলার রউফ।


শেয়ার করুন :