সাকিব নেই, একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৪ মে ২০২৩
সাকিব নেই, একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে আবহাওয়ার চেয়ে বড় দুঃসংবাদের খবর বাংলাদেশের জন্য, আঙুলের ইনজুরির কারণে ছিটকে গেছেন সাকিব আল হাসান। ফলে সিরিজের শেষ ম্যাচটিতে বাধ্যতামূলকভাবে পরিবর্তন আসছে।

চেমসফোর্ডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে আজ রোববার (১৪ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করবে তামিম ইকবালরা।

সিরিজ নির্ধারণী এ ম্যাচটি সাকিবকে পরিবর্তে কাকে খেলানো হবে তা একটি পরিবর্তন ছাড়া আরও কোন পরিবর্তন আসতে পারে কি-না? সূত্রে জানা গেছে, সাকিব না থাকায় বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে।

বাড়তি কোনো অলরাউন্ডার না থাকায় বিকল্প ছাড়া পাঁচ বোলার নিয়েই বাংলাদেশকে একাদশ সাজাতে হবে। ধারণা করা হচ্ছে, সিরিজের শেষ ম্যাচটিতে রনি তালুকদারের ওয়ানডে অভিষেক হতে পারে। সাকিবের পরিবর্তে একাদশে তাকে রাখার সম্ভাবনা বেশি রয়েছে।

রনি ছাড়াও এ তালিকায় জরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা যায় ইয়াসির আলি রাব্বির নাম। এছাড়া দ্বিতীয় ম্যাচে বল হাতে ব্যর্থ শরীফুল ইসলাম ও তাইজুল ইসলামকে নিয়ে আলাদা করে ভাবতে পারেন কোচ-অধিনায়ক।

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব

বোলারদের ক্ষেত্রে ব্যাটার রনির মতো মৃত্যুঞ্জয় চৌধুরীরও অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। যিনি কি-না বোলিং ছাড়াও ব্যাটিংয়েও পারদর্শী। এছাঢ়া প্রথম দুই ম্যাচের একাদশে না থাকা মোস্তাফিজুর রহমানকেও এ ম্যাচে ফেরানোর সম্ভাবনা রয়েছে।

সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। তবে এর আগেই বাংলাদেশ দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করায় টাইগারদের জন্য বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পাওয়া মোটেও ভালো রেকর্ড বয়ে আনতে না। ম্যাচটিতে সাকিব আল হাসান ছিটকে যাওয়া ছাড়াও সিরিজের শেষ ম্যাচে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।


শেয়ার করুন :