মানসিক শক্তি বাড়াতে বাংলাদেশ দলে মনোবিজ্ঞানী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২৩
মানসিক শক্তি বাড়াতে বাংলাদেশ দলে মনোবিজ্ঞানী

এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতিতে কোন ঘাটতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। তারই ধারাবাহিকতায় খেলোয়াড়দের মানসিক শক্তির উন্নতি ঘটাতে পারফরমেন্স মনোবিজ্ঞানী হিসেবে ফিল জোন্সকে নিয়োগ বোর্ড।

জাতীয় দলের খেলোয়াড়দের সাথে নিবিড়ভাবে সাত দিন কাজ করবেন জোন্স। অবশ্য অনেক দিন ধরেই মনোবিজ্ঞানী নিয়োগের পরিকল্পনা করছিল বিসিবি। এর আগেও জোন্সের সাথে কাজ করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনতে এবং তাদের মানসিক শক্তির উন্নতিতে কাজ করবেন তারা। রোববার (১৩ আগস্ট) ক্লোজডোরের প্রথম দিনের অনুশীলন বেস্তে গেলেও ক্রিকেটারদের নিয়ে নিজের সেশন সেরে নিয়েছেন মনোবিজ্ঞানী ফিল জোন্স।

বিসিবিতে মনোবিজ্ঞানী ফিল জোন্সের সেশনে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও উপস্থিত ছিলেন। মুশফিক মোস্তাফিজদের সাথে প্রথম দিনের সেশনও বেশ ভালোভাবে শেষ করেছেন জোন্স।

বিসিবির সেট আপে মনোবিজ্ঞানী নতুন নয়, এর আগে ২০১৮ সালের অক্টোবরে মনোবিজ্ঞানী আলী আজাদ খানকে নিয়োগ দেওয়া হয়েছিল। জিম্বাবুয়ের সিরিজে পার্টটাইম মনোবিজ্ঞানী নিয়োগ করে সাফল্যও পেয়েছিল বাংলাদেশ দল। এছাড়া ২০১১ বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে কাজ করেছিলেন ভারতীয় মনোবিজ্ঞানী সৌমেন্দ্র সাহা।

এদিকে, বিশ্বকাপে বাংলাদেশ দলের সাথে মেন্টর হিসেবে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে পাঠানোর বিষয়েও আলোচনা উঠেছিল। তামিম ইকবাল এ দাবি করেছিলেন। যদিও এখন সেই তামিম ইকবালেও বিশ্বকাপ খেলাই অনিশ্চিত।



শেয়ার করুন :