আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটে মারুফা আক্তার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪
আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটে মারুফা আক্তার

২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার পুরষ্কারে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের পেসার মারুফা আক্তার। এ তালিকায় মোট চারজন নারী ক্রিকেটারের মধ্যে বাকি তিনজন হলেন- অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল এবং স্কটল্যান্ডের ডার্সি কার্টার।

অভিষেকের পর থেকেই দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন এই টাইগ্রেস পেসার। মাত্র দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন মারুফা বিশ্বকাপে সকলের নজর কাড়েন। ২০২২ সালের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেকের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি।

ডানহাতি এ টাইগ্রেস পেসার বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পর পর দুই বলে ২ উইকেটসহ মাত্র ২৩ রানে শিকার করেছিলেন ৩ উইকেট। এরপর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিজের সামর্থ্যের জানান দেন মারুফা।

২০২৩ সালে মারুফা ৯টি ওয়ানডে খেলেছে। যেখান বল হাতে ২৪.৭৭ গড়ে ৯টি উইকেট শিকার করেছেন। এছাড়া ১৪টি টি-টেয়েন্টি ম্যাচ খেলে মারুফার উইকেট শিকারের সংখ্যা ১০টি, গড় ২৩.৩০।

ওয়ানডে ও টি–টোয়েন্টি ক্রিকেটে ২০২২ সালের ডিসেম্বরে অভিষিক্ত হয়েছিলেন মারুফা আক্তারের। তবে বছরের শেষ দিকে অভিষেক হওয়ায় ক্যারিয়ারের বেশির ভাগ ম্যাচই খেলেছেন সদ্য শেষ হওয়া ২০২৩ সালে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন মারুফা। ১৯ বছর বয়সী এ পেসার বিশ্বকাপে মোট ৪ উইকেট নেন ৬.৩১ ইকোনমি রেটে। এছাড়া বছরের মাঝামাঝিতে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়ের ম্যাচে নেন ২৯ রানে ৪ উইকেট।


শেয়ার করুন :