অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৭ মার্চ ২০২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই হতাশাজনক পারফর্ম করলো বাংলাদেশের মেয়েরা। তিনটি ওয়ানডে ম্যাচের একটিতেও দলীয় শতরানে যেতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচেও হতাশাজন পারফম্যান্সে হোয়াইটওয়াশ হওয়ার স্বাদ নিলো নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

মঙ্গলবার (২৭ মার্চ) মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ২৬.২ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইনিংস।

ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ১৬ রান করেন। এছাড়া শেষ দিকে মারুফা আক্তারের ব্যাট থেকে অপরাজিত ১৫ রানের একটা ইনিংস পায় বাংলাদেশ। যেখানে অস্ট্রেলিয়া নারী দল অতিরিক্ত থেকেই ২০ রান দেয় বাংলাদেশকে।

এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া নারী দলের করা ২১৩ রানের জবারে ৯৫ রানে অল-আউট হয়েছিল টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে আগের চেয়ে ২ রান বেশি, অর্থাৎ ৯৭ রানে গুটিয়ে গিয়েছিল।

শেষ ম্যাচে ৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর পথে তারা বল খেলে ১৮.৩ ওভার। ১৮৯ বল বাকি থাকতেই জয় তুলে নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় সফরকারী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

ওয়ানডে সিরিজে ভরাডুবির পর এখন টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ৩১ মার্চ থেকে শঙরু হবে তিন ম্যাচের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলায় শুরু হবে দুপুর ১২টা থেকে।


শেয়ার করুন :