প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস সাবেক এ অধিনায়ককে দলে ভিড়িয়েছে। তবে রাজনৈতিক কারণে মাশরাফির ভিসা পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে।
মাশরাফিকে দলে ভেড়ানো ফ্যালকনস বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক, আরিফুল হক ও সৈয়দ রাসেলকে কিনে নিয়েছে। এছাড়া দলটিতে রয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দিনেশ রামদিন, আছেন দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।
স্পোর্টস মেইল জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন মাশরাফি। তার আগে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে মাঠে ফিরতে চাচ্ছেন সাবেক এ অধিনায়ক।
এদিকে, মাশরাফিকে দলে ভেড়ালেও ডেট্রয়েট ফ্যালকনস মাঠের মাশরাফিকে পায় কি না সেটা নিয়েও শঙ্কা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন হওয়া আওয়ামী সরকারের সংসদ সদস্য হওয়ায় মাশরাফির দেশত্যাগে বাধা আসতে পারে।
অবশ্য সরকার পতনের পর সাকিব আল হাসানের নামে মামলা হলেও মাশরাফির নামে এখনো কোন মামলা হয়নি। সে ক্ষেত্রে দেশত্যাগে মাশরাফির বাধা না আসলে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে আবারও মাঠে ফিরবেন মাশরাফি।
যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি লিগে মাশরাফি-রাজ্জাক ছাড়াও আরাফাত সানি, ইলিয়াস সানি, কামরুল ইসলাম ও আল আমিন হোসেন দল পেয়েছেন।
৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের দ্বিতীয় মৌসুম শুরু হবে। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।