মঈন আলিকে বর্ণবিদ্বেষ মন্তব্য করেছিল অজিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮
মঈন আলিকে বর্ণবিদ্বেষ মন্তব্য করেছিল অজিরা

ভারতের বিরুদ্ধে সদ্য টেস্ট সিরিজ জিতেছে ইংল্যাান্ড৷ পাঁচ টেস্টের সিরিজে মাঠে স্লেজিং সেভাবে চোখে পড়েনি৷ অভিযোগও করেননি কোনও ক্রিকেটার৷ কিন্তু ভারত সিরিজের পর এক সাক্ষাতকারে অজিদের অভদ্র অ্যাখ্যা দিলেন ইংরেজ অলরাউন্ডার মঈন আলি৷

কিছুদিন পর প্রকাশিত হতে চলেছে আলির আত্মজীবনী৷ তার আগে দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাতকারে তার আত্মজীবনী সম্পর্কে বলতে গিয়ে আলি জানিয়েছেন, অজি ক্রিকেটাররা অত্যন্ত অভদ্র৷ তারা অন্যদের সম্মান করতে জানে না৷ গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে অজি সমর্থকরা তার বিরুদ্ধে বর্ণবিদ্বেষ মন্তব্য করেছিলেন৷ এই রকম বাইশ গজে অনেক ঘটনায় আত্মজীবনীতে লিপিবদ্ধ করেছেন এই ইংরেজ ক্রিকেটার৷

শুধু সমর্থকরা নয়, অজি ক্রিকেটারেদের কাছে থেকে এই ধরনের বর্ণবিদ্বেষ মন্তব্য শুনেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার৷ ২০১৫ ক্যাডিফে অ্যাশেজের প্রথম টেস্টের কথা উল্লেখ করে আলি বলেন, ‘অ্যাশেজের প্রথম টেস্টে আমার ব্যক্তিগত পারফরম্যান্স দারুণ ছিল৷ কিন্তু একটি ঘটনা আমার বিরক্তিকর লেগেছিল৷ আমি ব্যাটিং করার সময় এক অজি ক্রিকেটার আমার দিকে তাকিলে বলেছিল, ‘টেক দ্যাট, ওসামা’(ওসামা বিন লাদেন)৷ প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি৷ যদিও মাঠে আমি এতটা রাগিনি৷ কিন্তু আমি এই ধরনের মন্তব্য ভালোভাবে নিইনি৷’

এই ঘটনার কথা আত্মজীবনীতে লিখেছেন ৩১ বছরের ইংলিশ এই অলরাউন্ডার৷ ক্যাডিফ টেস্টে মঈন আলির অলরাউন্ড পারফরম্যান্সে ১৬৯ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে ব্যাটে ৭৭ রানের পাশাপাশি বল হাতে ৫ উইকেট তুলে দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন আলি৷


শেয়ার করুন :


আরও পড়ুন

সেরা একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ

সেরা একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ

দুঃখ ভুলে শুভ সূচনা চায় বাংলাদেশ

দুঃখ ভুলে শুভ সূচনা চায় বাংলাদেশ

মালিঙ্গাই কি শ্রীলঙ্কার ভরসা?

মালিঙ্গাই কি শ্রীলঙ্কার ভরসা?

দুই বছর পর জিম্বাবুয়ে দলে স্টেইন

দুই বছর পর জিম্বাবুয়ে দলে স্টেইন