অক্টোবরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮
অক্টোবরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

ফাইল ফটো

এশিয়া কাপের ফাইনালে পরাশক্তি ভারত এবং অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিয়ে দেশে ফিরেছেন টাইগাররা। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দলপতি মাশরাফি বিন মুর্তজা ও তার দল।

মাত্র কয়েক দিনের বিরতি পাচ্ছেন মাশরাফিরা। এর পর ফের ক্রিকেটযুদ্ধে নেমে পড়তে হবে তাদের। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। অক্টোবর-নভেম্বরে তাদের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

আগামী ২১ অক্টোবর প্রথম ওয়ানডে হবে ঢাকায়। এরপর বন্দরনগরী চট্টগ্রামে ২৪ ও ২৬ অক্টোবর ওয়ানডে সিরিজের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে তারা। সীমিত ওভারের সিরিজ শেষে সিলেট যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

সেখানে ৩ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচ শেষ করে ঢাকায় ফিরে ১১ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রতিটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। আর টেস্ট খেলা প্রতিদিন শুরু হবে সকাল সাড়ে নয়টায়।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাবা হলেন ইমরুল কায়েস

বাবা হলেন ইমরুল কায়েস

সাকিবকে টপকে শীর্ষে রশিদ খান

সাকিবকে টপকে শীর্ষে রশিদ খান

দেশে ফিরেছেন টাইগাররা

দেশে ফিরেছেন টাইগাররা

ছেলের বাবা হলেন তাসকিন

ছেলের বাবা হলেন তাসকিন