ইমার্জিং এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে অনূর্ধ্ব-২৩

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৯ নভেম্বর ২০১৮
ইমার্জিং এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে অনূর্ধ্ব-২৩

ফাইল ছবি

২০১৫ সালে নারী ক্রিকেট দল পাকিস্তানে খেলার পর, এবার ইমার্জিং এশিয়া কাপের আসরে যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার সময় সফরকারী শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলা হয়। এর পর থেকেই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন বন্ধ করে দেয়া হয়।

তবে ২০১৫ সাল থেকে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পাকিস্তানে পা রেখেছে। এছাড়া দেশটির ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলের ফাইনাল ম্যাচ যথাক্রমে লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হয়ে আসছে।

বিসিবি সিইও গণমাধ্যমকে বলেন, ইমার্জিং কাপে আমাদের দল অংশগ্রহন করবে। আমাদের প্রথম রাউন্ডের খেলা পাকিস্তানে আয়োজন করা হয়েছে। ইমার্জিং কাপ মূলত ২টি দেশে হচ্ছে। স্বাগতিক দেশ একটি পাকিস্তান ও অন্যটি শ্রীলঙ্কা।

তিনি আরো বলেন, আমাদের গ্রুপের প্রথম ম্যাচগুলো পাকিস্তানে পড়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহে টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য বাংলাদেশ দল পাকিস্তানে যাবে।’

 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত ব্যাটিং পরীক্ষা দিয়ে ডাক পেল সাদমান

দুর্দান্ত ব্যাটিং পরীক্ষা দিয়ে ডাক পেল সাদমান

শেখ জামালকে হারিয়ে ফাইনালে আবাহনী

শেখ জামালকে হারিয়ে ফাইনালে আবাহনী

এমন হার বোধহয় পাকিস্তানের পক্ষেই সম্ভব!

এমন হার বোধহয় পাকিস্তানের পক্ষেই সম্ভব!

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে রান

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে রান