নিষেধাজ্ঞা মুক্তির দুইদিন পরেই মাঠে নামছেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮
নিষেধাজ্ঞা মুক্তির দুইদিন পরেই মাঠে নামছেন স্মিথ-ওয়ার্নার

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। ২০১৯ সালের মার্চ মাসে স্মিথ-ওয়ার্নার জুটির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার দুই দিন পর পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে।

গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর আন্তর্জাতিক, ঘরোয়া শেফিল্ড শিল্ড এবং বিগ ব্যাশ লিগে স্মিথ-ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তাদের দু’জনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৯ মার্চ এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের নির্ধারিত সূচি রয়েছে ৩১ মার্চ থেকে ১৩ এপ্রিল। নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ অনুষ্ঠিত হলেও নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দুই দিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে স্মিথ ও ওয়ার্নারের।

ল্যাঙ্গার বলেন, ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপের আগে নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়দের পুনর্বাসনের ভালো সুযোগ হতে পারে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এমন একটা সম্ভাবনা আছে। তবে এটা প্রক্রিয়ার একটা অংশ। আমাদের বোলারদের জন্য কোনটা ভালো হবে, তাদের ফেরার বিষয়ে অনেক আলোচনা হবে এবং আমরা সেভাবে কাজ করব।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট ও ব্যক্তিগতভাবে তাদের জন্য আমরা সেরাটা পাব। তবে এ পর্যায়ে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে এ দু’জনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হলেও ইংল্যান্ডে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে স্মিথ-ওয়ার্নারের জাতীয় দলে ফেরা না-ও হতে পারে।

স্মিথ ও ওয়ার্নার দু’জনেই আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার কথা রয়েছে। স্মিথের মতে বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি হতে পারে টি-২০ টুর্নামেন্টগুলো।

কেপ টাউন কেলেঙ্কারির পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গত সপ্তাহে স্মিথ বলেন, আজকের দিনে যেভাবে ওয়ানডে খেলা হয়, এটা অনেকটা টি-২০-এর মত। সুতরাং প্রস্তুতির ভালো উপায় হতে পারে সংক্ষিপ্ত ভার্সন।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথের রুমেই হয় বল টেম্পারিংয়ের পরিকল্পনা

স্মিথের রুমেই হয় বল টেম্পারিংয়ের পরিকল্পনা

এবার বল টেম্পারিং কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ার বোর্ড প্রধানের পদত্যাগ

এবার বল টেম্পারিং কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ার বোর্ড প্রধানের পদত্যাগ

স্মিথ-ওয়ার্নারের বিরুদ্ধে আসতে পারে নতুন সিদ্ধান্ত

স্মিথ-ওয়ার্নারের বিরুদ্ধে আসতে পারে নতুন সিদ্ধান্ত

‘স্মিথকে ফিরিয়ে আনা দরকার’

‘স্মিথকে ফিরিয়ে আনা দরকার’