কোহলিদের বেতন বাড়ছে ১০০ শতাংশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭
কোহলিদের বেতন বাড়ছে ১০০ শতাংশ

ভারতীয় ক্রিকেটারদের বেতন বাড়ছে ১০০ শতাংশ। শ্রীলঙ্কা সফরের মাঝেই বিসিসিআই ও সিওএ’র সঙ্গে আলোচনায় ভারতীয় দলের বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিলেন অধিনায়ক বিরাট কোহালি, এমএস ধোনি ও কোচ রবি শাস্ত্রী।

দলের পক্ষ থেকেও একই দাবি তোলা হয়েছিল। বিসিসিআই ও সিওএ-র পক্ষ থেকে সমর্থনও দেওয়া হয়েছিল। এবার শোনা গেল খেলোড়াদের বেতন বাড়বে ১০০ শতাংশ।

বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের বেতনের পিছনে বিসিসিআই-এর ১৮০ কোটি টাকা খরচ হয়। সেটার সঙ্গে ২০০ কোটি যুক্ত করার কথা ভাবা হচ্ছে পরের মৌসুমের জন্য। সূত্রের খবর, সিওএ খেলোয়াড়দের বেতন নিয়ে কাজ করছে। সেই হিসেব বিসিসিআই-এর সদস্যদের সামনে তুলে ধরা হবে।

বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিসিসিআই-এর বার্ষিক আয়ের ২৬ শতাংশ তিন ভাগে ভাগ করা হবে। ১৩ শতাংশ যাবে আন্তর্জাতিক ক্রিকেটারদের, ১০.৬ শতাংশ যাবে ডোমেস্টিক ক্রিকেটারদের আর বাকিটা মহিলা ও জুনিয়র ক্রিকেটারদের।

২০১৭- এর ৪৬টি ম্যাচ খেলে বিরাট কোহালি পেয়েছেন ৫কোটি ৫১ লাখ টাকা। এ বার বছরে ১০ কোটির বেশি পাবেন। এ ছাড়াও কোহালি আইপিএল ও বিজ্ঞাপন থেকে প্রচুর টাকা রোজগার করেন। একজন রঞ্জি ট্রফি প্লেয়ার বছরে ১২ থেকে ১৫ লাখ টাকা রোজগার করে। এর পর সেটা ৩০ লাখের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: আনন্দবাজার


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মালান-বেয়ারস্টোর সেঞ্চুরির জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

মালান-বেয়ারস্টোর সেঞ্চুরির জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

অ্যাকশন শুধরানোর পরীক্ষায় লন্ডনে হাফিজ

অ্যাকশন শুধরানোর পরীক্ষায় লন্ডনে হাফিজ

জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

টি-১০ জয়ে শুরু সাকিবের : আফ্রিদির হ্যাটট্টিকে পাখতুনস জয়

টি-১০ জয়ে শুরু সাকিবের : আফ্রিদির হ্যাটট্টিকে পাখতুনস জয়