নারীদের জন্য আইসিসির বয়সভিত্তিক বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৪ মার্চ ২০১৯
নারীদের জন্য আইসিসির বয়সভিত্তিক বিশ্বকাপ

ছবি: আইসিসি

মূল দলের বিশ্বকাপের পাশাপাশি নারী ক্রিকেটারদের জন্য নতুন করে বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। থাকবে নারী বিষয়ক আইসিসি কমিটি। এরই মধ্যে কমিটির প্রধান হিসেবে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্লারে কনোর নাম ভাবা হয়েছে।

মূলত নারী ক্রিকেটেকে এগিয়ে নিয়ে যেতে ও উন্নতির লক্ষ্যে আইসিসির এসব পরিকল্পনা, এমনটাই এক সংবাদ সম্মেলনে জানানো হয় আইসিসির পক্ষ থেকে।

শনিবার (২ মার্চ) এক সভা শেষে সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (পুরুষ ও নারী) বাছাইপর্বের আয়োজক ঘোষনা করা হয়। এর মধ্যে চলতি বছরের ৩১ আগস্ট হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত স্কটল্যান্ডে নারী বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করবে। আর ১১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আরব আমিরাতে হবে পুরুষ বিশ্বকাপের বাছাইপর্ব।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হল নারী ক্রিকেটারদের জন্য বয়সভিত্তিক বিশ্বকাপ চালু করা। যাতে করে বিশ্বব্যাপী তরুণ নারী ক্রিকেটাররা বেশি বেশি খেলার সুযোগ পায়। আইসিসি বয়সভিত্তিক বিশ্বকাপের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা এই বছরের মধ্যেই দাঁড় করবে। প্রথম অবস্থায় অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (পুরুষ ও নারী) বাছাইপর্বের আয়োজক নির্বাচন করা হয়েছে স্কটল্যান্ড ও আরব আমিরাতকে।’

ভারতের অনীল কুম্বলেকে পুনরায় আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় এই সভায়।


শেয়ার করুন :


আরও পড়ুন

র‌্যাঙ্কিংয়ে তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যর উন্নতি

র‌্যাঙ্কিংয়ে তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যর উন্নতি

ফের এশিয়ান গেমসে যুক্ত হলো ক্রিকেট

ফের এশিয়ান গেমসে যুক্ত হলো ক্রিকেট

বিশ্বকাপের আগে প্রতিশোধ নিতে চায় শ্রীলঙ্কা

বিশ্বকাপের আগে প্রতিশোধ নিতে চায় শ্রীলঙ্কা

ধোনি-কেদারের প্রশংসা করলেন কোহলি

ধোনি-কেদারের প্রশংসা করলেন কোহলি