উত্তেজনাপূর্ণ ম্যাচে শেখ জামালকে হারালো উত্তরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৮ মার্চ ২০১৯
উত্তেজনাপূর্ণ ম্যাচে শেখ জামালকে হারালো উত্তরা

ফাইল ছবি

শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শুভ সূচনা করলো উত্তরা স্পোটিং ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেখ জামালকে ধানমন্ডি ক্লাবকে ৯ রানে হারায় উত্তরা। প্রথম ব্যাট করে ৪ উইকেটে ২৪৯ রান করে উত্তরা। জবাবে ৯ উইকেটে ২৪০ রান করতে সমর্থ হয় শেখ জামাল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল। ব্যাট হাতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান ও আনিসুল ইসলাম ইমন দুর্দান্ত সূচনা এনে দেন উত্তরাকে। ২৪ দশমিক ২ ওভারে ১১৩ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১১৬ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার। তানজিদ হাফ-সেঞ্চুরি তুলে ৬৪ রানে থামেন। তবে ইমন আউট হন ৪৭ রানে।

এরপর মিডল-অর্ডার ব্যাটসম্যানরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু রানের গতিটা বাড়াতে পারছিলেন না তারা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৪ উইকেটে ২৪৯ রানের সংগ্রহ পায় উত্তরা। রাজা আলী দার ১৮, মিনহাজ খান ৩৮ রান করেন। তবে তিন নম্বরে নামা সজিব হোসেন ৮৩ বলে ৬১ ও অধিনায়ক মহিমেনুল খান ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। শেখ জামালের তানবীর হায়দার ২২ রানে ২ উইকেট নেন।

২৫০ রানের টার্গেটে ভালো শুরু হয়নি শেখ জামালের। ৩৫ রানে ২ উইকেট হারায় তারা। প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন ওপেনার ফারদিন হাসান ও নাসির হোসেন। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফারদিন ৩৯ ও নাসির ৪৮ রান করে আউট হন। ছয় নম্বরে নামা তানবীর ১ রানে ফিরলে লড়াই থেকে ছিটকে পড়ে শেখ জামাল।

তবে লোয়ার-অর্ডারের দুই ব্যাটসম্যান জিয়াউর রহমান ও ইলিয়াস সানিকে নিয়ে লড়াই করেন অধিনায়ক নুরুল হাসান। কিন্তু তাদের লড়াই দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিলো না। এই তিনজনের কেউই দলকে জয়ের স্বাদ দিতে পারেননি। নুরুল ৩টি করে চার-ছক্কায় ৬৫ বলে ৬৫, জিয়াউর ২৭ বলে ২৭ ও ইলিয়াস ২০ বলে ২৮ রান করে আউট হন। শেখ জামাল ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান পর্যন্ত যেতে পারে। উত্তরার আব্দুর রশিদ ও আসাদুজ্জামান পায়েল ৩টি করে উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

অমি’র সেঞ্চুরিতে আবাহনীর কাছে বিকেএসপির হার

অমি’র সেঞ্চুরিতে আবাহনীর কাছে বিকেএসপির হার

ভরতীয় দলে ফেরার আর সুযোগ রইলো না নিষিদ্ধ শ্রীশান্তের

ভরতীয় দলে ফেরার আর সুযোগ রইলো না নিষিদ্ধ শ্রীশান্তের

ডিপিএল টি-২০তে ব্যাটিংয়ে সেরা রুবেল

ডিপিএল টি-২০তে ব্যাটিংয়ে সেরা রুবেল

১২ বছর পর আবাহনীর হয়ে নেমেই অমি‌‌‘র কারিশমা

১২ বছর পর আবাহনীর হয়ে নেমেই অমি‌‌‘র কারিশমা