ডিপিএল টি-২০তে ব্যাটিংয়ে সেরা রুবেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৫ মার্চ ২০১৯
ডিপিএল টি-২০তে ব্যাটিংয়ে সেরা রুবেল

প্রথম বারের অনুষ্ঠিত হওয়া ওয়ালটন ডিপিএল টি-২০তে ব্যাটিং সেরা হয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার রুবেল মিয়া। যদিও তার দল প্রাইম ব্যাংক ফাইনাল খেলতে পারেনি তবুও তিনি ৩ ম্যাচ খেলে ১২৩ করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরষ্করটি পেয়ে যান।

টুর্নামেন্টের ফাইনালে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে সোমবার মিরপুরে দোলেশ্বরকে ২৪ রানে হারায় শেখ জামাল। শেখ জামালের করা ১৫৭ রানের জবাবে দোলেশ্বর থামে ১৩৩ রানে।

এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে রুবেল একাই জিতিয়েছেন প্রাইম ব্যাংককে। আগে ব্যাট করতে নেমে ৫৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেন রুবেল। নিজের ইনিংসটি ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে সাজিয়েছিলেন এ ওপেনার। পুরো টুর্নামেন্টে এক ইনিংসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

টুর্নামেন্টের প্রথম তথা নিজের অভিষেক টি-টোয়েন্টি ম্যাচেও ৪৪ রানের ঝকঝকে ইনিংস বেরিয়েছিল রুবেলের ব্যাট থেকে। সবমিলিয়ে ৩ ম্যাচ থেকে ৪৩ গড়ে, ১২০ স্ট্রাইকরেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ১২৯ রান করেছেন তিনি। টুর্নামেন্টে একশ'র বেশি রান করেছেন রুবেলসহ মোট ৬ জন ব্যাটসম্যান।

ওয়ালটন ডিপিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেন:

রুবেল মিয়া: সর্বোচ্চ রান সংগ্রাহক- ১৫ হাজার টাকা

ফরহাদ রেজা: সর্বোচ্চ উইকেট শিকারি- ১৫ হাজার টাকা

ফরহাদ রেজা: টুর্নামেন্ট সেরা- ৩০ হাজার টাকা

সুমন খান: উদীয়মান বোলার- ১৫ হাজার টাকা

তৌহিদ হৃদয়: উদীয়মান ব্যাটসম্যান- ১৫ হাজার টাকা

শুভাগত হোম: সর্বোচ্চ ছয়- ১৫ হাজার টাকা

আরিফুল হক: সেরা ফিল্ডার- ১৫ হাজার টাকা


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ালটন ডিপিএল টি-২০ প্রথম আসরে চ্যাম্পিয়ন শেখ জামাল

ওয়ালটন ডিপিএল টি-২০ প্রথম আসরে চ্যাম্পিয়ন শেখ জামাল

ডিপিএল টি-২০ ফাইনাল : সন্ধ্যায় মাঠে নামছে শেখ জামাল-দোলেশ্বর

ডিপিএল টি-২০ ফাইনাল : সন্ধ্যায় মাঠে নামছে শেখ জামাল-দোলেশ্বর

ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ দোলেশ্বর

ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ দোলেশ্বর

শাইনপুকুরকে হারিয়ে ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামাল

শাইনপুকুরকে হারিয়ে ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামাল