হামলার সময় সাহায্যের জন্য সাংবাদিককে তামিমের ফোন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৫ মার্চ ২০১৯
হামলার সময় সাহায্যের জন্য সাংবাদিককে তামিমের ফোন

নিউজিল্যান্ডের মসজিদে হামলার খুব কাছকাছি ছিলেন বাংলাদেশের কয়েক জন ক্রিকেটার। সময় সাহায্যের জন্য সাংবাদিককে ফোন দেন তামিম ইকবাল।

জনপ্রিয় ক্রিকেট ওয়েব সাইট ক্রিকইফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মাদ ইসাম জানান, নিউজিল্যান্ড সময় দুপুর ১.৫২টার দিকে হঠাৎ তামিম তাকে ফোন দেন। এসময় তামিম বলেন, এখানে গুলাগুলি হচ্ছে, আমাদের সাহায্য করুন।

তামিমের ফোন কলটি প্রথমে ইসাম মজা ভেবেছিলেন। কিন্তু তামিম হঠাৎ থমকে যান। পরে তিনি আবার ইসামকে কল করেন। পরে তিনি জানান, মসজিদের ভেতরে গুলাগুলি হচ্ছে। আপনি পুলিশকে ফোন দিন।

শুক্রবার নিউজিল্যান্ডের যে মসজিদে হামলা হয়েছে সেখানেই জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন তামিম-মিরাজসহ বেশ ১৭ জন। তারা সেখানে পৌঁছার অল্প কিছুক্ষণ আগে এক বন্দুকধারী সন্ত্রাসী মসজিদটিতে হামলা চালায়। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

এ হামলায় ঘটনা নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট বাতিল করা হয়েছে। তাই আগামীকাল (শনিবার) সিঙ্গাপুর এয়ারলাইনসের দুপুর ১২টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ফ্লাইটে দেশের বিমান ধরবেন টাইগাররা। সব ঠিক থাকলে শনিবার রাতে (বাংলাদেশ সময়) তারা দেশের মাটিতে পা রাখবেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

শনিবার দেশে ফিরছেন টাইগাররা

শনিবার দেশে ফিরছেন টাইগাররা

নিউজিল্যান্ডের হামলায় বিশ্ব ক্রিকেটারদের উদ্বেগ প্রকাশ

নিউজিল্যান্ডের হামলায় বিশ্ব ক্রিকেটারদের উদ্বেগ প্রকাশ

ভয়ে এক রুমে রাত কাটাচ্ছেন টাইগাররা

ভয়ে এক রুমে রাত কাটাচ্ছেন টাইগাররা

আমরা খুব লাকি : পাইলট

আমরা খুব লাকি : পাইলট