জিম্বাবুয়ের ব্যস্ত সূচি শুরু হচ্ছে এপ্রিলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৯ মার্চ ২০১৯
জিম্বাবুয়ের ব্যস্ত সূচি শুরু হচ্ছে এপ্রিলে

সম্প্রচার নিয়ে ঝামেলা বাধায় আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তাবিত সিরিজ বাতিল হয়েছে। আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও বসে থাকছে না জিম্বাবুয়ে। এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি ওয়ানডে খেলবে ঘরের মাঠে।

জিম্বাবুয়েতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১২, ১৪ ও ১৬ এপ্রিল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। আরব আমিরাত সিরিজ খেলতে সেখানে পৌঁছাবে ৬ এপ্রিল।

এর দুদিন বাদে আবার হারারেতে জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।

এই সিরিজের পর জিম্বাবুয়ে সফর করবে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। নেদারল্যান্ডসে তারা ‍দুটি ওয়ানডে খেলবে ১৯ ও ২১ জুন। তারপর খেলবে দুটি টি-টোয়েন্টি ২৩ ও ২৫ জুন।

আয়ারল্যান্ড সফরে তারা তিনটি ওয়ানডে খেলবে। শুরু হবে ১ জুলাই। সফর শেষ হবে ১৪ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজকে প্রস্তুত করতে ঘাম ঝরাচ্ছেন সাকিব

নিজকে প্রস্তুত করতে ঘাম ঝরাচ্ছেন সাকিব

বৃহস্পতিবার আইপিএলে যেতে পারে সাকিব

বৃহস্পতিবার আইপিএলে যেতে পারে সাকিব

টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের প্রথা ভেঙে যাচ্ছে

টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের প্রথা ভেঙে যাচ্ছে

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার