মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০২ এপ্রিল ২০১৯
মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

ফাইল ছবি

মাহমুদউল্লাহ রিয়াদের ভক্তদের জন্য দুঃসবাদ হলো তিনি ইনজুরিতে পড়েছেন। এই বাংলাদেশের নির্ভরযোগ্য তারকা ব্যাটসম্যান মাঠে ফিরতে মরিয়া। তেমনটাই দেখা গেলো মঙ্গলবার দুুপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

গ্রেড-থ্রি টিয়ারের ইনজুড়িতে পড়েছেন মাহমুদউল্লাহ। ফলে ১৫ দিনের বিশ্রাম দেয়া হয়েছে তাকে। এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। বিশ্রামে সেরে না উঠলে অস্ত্রোপচার।

তবে সুস্থ হতে মরিয়া মাহমুদউল্লাহ মঙ্গলবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রানিং করেছেন। বেলা সাড়ে ১২টা থেকে এক পর্যন্ত তিনি দৌড়ান। গুণে গুণে মাঠে পাঁচ চক্কর দেন তিনি।

মাহমুদউল্লাহর ইনজুরিরর বিষয়ে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, সোমবার এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন। তবে এখনই বিস্তারিত জানাতে পারবেন না বলে জানান।

এর আগেও মোস্তাফিজুর রহমান এ ধরনের চোটে পড়েন। অস্ত্রোপচার করানোর পর প্রায় ৬ মাস মাঠের বাইরে কাঁটাতে হয় তাকে। সামনেই বিশ্বকাপ। তাই মাহমুদউল্লাহর ইনজুরিও দুশ্চিন্তায় ফেলেছে বিসিবিকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সুপার সিক্স নিশ্চিত করলো আবাহনী

সুপার সিক্স নিশ্চিত করলো আবাহনী

শেখ জামালকে নাটকীয়ভাবে হারালো প্রাইম দোলেশ্বর

শেখ জামালকে নাটকীয়ভাবে হারালো প্রাইম দোলেশ্বর

আইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন মানু

আইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন মানু

এবার রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা

এবার রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা