শাস্তি পেলেন মদ্যপ শ্রীলঙ্কান অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৯
শাস্তি পেলেন মদ্যপ শ্রীলঙ্কান অধিনায়ক

ফাইল ছবি

গত রোববার ভোরে মদ পান করে গাড়ি চালিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন শ্রীলঙ্কার সম্ভাব্য বিশ্বকাপ অধিনায়ক ও দলটির টেস্ট দলের কাপ্তান দিমুথ করুনারত্নে। রাজধানী কলম্বোর বরেলা অঞ্চলে ঘটা ওই সড়ক দুর্ঘটনায় করুনারত্নের গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন এক মোটর আরোহী।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে ছাড়া পেলেও মঙ্গলবার বাঁহাতি ব্যাটসম্যানকে বড় অঙ্কের জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সংবাদমাধ্যম ইএসপিএন লঙ্কান অধিনায়কের শাস্তির খবর নিশ্চিত করেছে।

শাস্তি হিসেবে সাড়ে সাত হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হবে করুনারত্নেকে। শ্রীলঙ্কার মুদ্রার হিসাবে অঙ্কটা প্রায় সোয়া ১৩ লাখ রুপি। লঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্যমতে, জরিমানার অঙ্কটা একটি টেস্টের ম্যাচ ফির সমান। পাশাপাশি বিশ্বকাপের আগে এমন ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের আসন্ন টুর্নামেন্টটার জন্য প্রচুর অর্থ ব্যয় করছে বোর্ড। সামনে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটি আসর। এমন সময়ে এ ধরনের অযাচিত কাণ্ড একেবারেই মেনে নেওয়া যায় না। অধিনায়ককে শাস্তি দেওয়ার মাধ্যমে দলের অন্য সবাইকেও আমরা কঠোর সতর্কবার্তা দিতে চাই।’

উল্লেখ্য, গত রোববার ভোর ৫টা ১৫ মিনিটে মদ পান করে গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনা ঘটান করুনারত্নে। বরেলার কিনসে রোড জংশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহত এক ব্যক্তিকে কলম্বো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। বড় ধরনের শারীরিক ক্ষতির সম্মুখীন না হলেও শরীরের বিভিন্ন জায়গায় চোট পান আহত ব্যক্তি।

স্থানীয় পুলিশ সুপার রুয়ান গুনাসেকারার বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, গাড়ি চালানোর সময় সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন দিমুথ করুনারত্নে। মদ্যপ থাকার কথা পুলিশের কাছে স্বীকারও করেন লঙ্কান টেস্ট অধিনায়ক। অবশ্য ঘটনার দিনই আগাম জামিন পান বাঁহাতি ব্যাটসম্যান।

৩০ বছর বয়সী করুনারত্নে শ্রীলঙ্কার হয়ে ৬০টি টেস্ট ম্যাচ খেলেছেন। আটটি সেঞ্চুরি ও ২২টি অর্ধশতকসহ রান করেছেন ৪,০৭৪। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর ১৯৬। পাশাপাশি লঙ্কানদের হয়ে ১৭টি ওয়ানডে ম্যাচও খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়ানডেতে তাঁর সর্বোচ্চ স্কোর ৬০ রান।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানে বাংলাদেশ সফর নিয়ে পিসিবির আলোচনা

পাকিস্তানে বাংলাদেশ সফর নিয়ে পিসিবির আলোচনা

ক্রিকইনফোর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ক্রিকইনফোর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আবাহানীর বিপক্ষে ব্যাটিংয়ে নামলো না ব্রাদার্স

আবাহানীর বিপক্ষে ব্যাটিংয়ে নামলো না ব্রাদার্স

বৃষ্টি আইনে প্রাইম ব্যাংককে হারিয়ে দিল শাইনপুকুর

বৃষ্টি আইনে প্রাইম ব্যাংককে হারিয়ে দিল শাইনপুকুর