বৃষ্টি আইনে প্রাইম ব্যাংককে হারিয়ে দিল শাইনপুকুর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০২ এপ্রিল ২০১৯
বৃষ্টি আইনে প্রাইম ব্যাংককে হারিয়ে দিল শাইনপুকুর

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে বৃষ্টি আইনে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

মঙ্গলবার (২ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শাইনপুকুর। ব্যাট হাতে নেমে ১১ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। সাব্বির হোসেন শূন্য ও ভারতের উন্মুখ চাঁদ ৫ রান করে আউট হন।

এরপর ১২৫ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান সাদমান ইসলাম ও তৌহিদ হৃদয়। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু কেউই তিন অংকের দেখা পাননি। সাদমান ৭৮ ও হৃদয় ৮৩ রানে আউট হন।

তাদের বিদায়ের পর শেষের দিকে মারমুখী মেজাজে ব্যাট করেন শুভাগত হোম। ৬টি চারে ২৮ বলে অপরাজিত ৪৪ রান করেন তিনি। যার কল্যাণে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের লড়াকু সংগ্রহ পায় শাইনপুকুর। প্রাইম ব্যাংকের আরিফুল হক ৩টি ও আল-আমিন হোসেন-মনির হোসেন ২টি করে উইকেট নেন।

শাইপুকুরের ইনিংস শেষে বৃষ্টি নামলে নতুন টার্গেট পায় প্রাইম ব্যাংক। জয়ের জন্য ২০ ওভারে ১৪৯ রানের টার্গেট পায় প্রাইম ব্যাংক। কিন্তু শাইনপুকুরের বোলারদের দৃঢ়তায় ২০ ওভারে ৯ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ভারতের অভিমন্যু ইয়াসওয়ারান।

শাইনপুকুরের দেলোয়ার হোসেন ১৬ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শাইনপুকুরের হৃদয়।

এ জয়ে ৮ খেলায় ৩ জয় ও ৪ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থাকলো শাইনপুকুর। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে প্রাইম ব্যাংক।


শেয়ার করুন :


আরও পড়ুন

আবাহানীর বিপক্ষে ব্যাটিংয়ে নামলো না ব্রাদার্স

আবাহানীর বিপক্ষে ব্যাটিংয়ে নামলো না ব্রাদার্স

মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

ক্রিকইনফোর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ক্রিকইনফোর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

পাকিস্তানে বাংলাদেশ সফর নিয়ে পিসিবির আলোচনা

পাকিস্তানে বাংলাদেশ সফর নিয়ে পিসিবির আলোচনা