সোমবার থেকে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২১ এপ্রিল ২০১৯

বিশ্বকাপের হাওয়া বইছে দেশের ক্রিকেটাঙ্গনের সর্বত্র। বিশ্বকাপের আবহটা সরগরম হতে পারছে না শেষ প্রান্তে চলে আসা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের কারণে। আজ ও ২৩ এপ্রিল সুপার লিগের ম্যাচের মাধ্যমে শেষ হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এ প্রতিযোগিতা। অবশ্য লিগ শেষ হওয়ার আগেই জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটার ঢুকে যাবেন বিশ্বকাপের প্রস্তুতিতে।

আগামীকাল শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপের ক্যাম্প। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ৯টায় রিপোর্ট করতে হবে ক্রিকেটারদের। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে প্রথম দিনে থাকছে শুধু ফিটনেসের কাজ। তবে পরে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারেন ক্রিকেটাররা। আবার প্রিমিয়ার লিগে যাদের ম্যাচ থাকবে ২৩ এপ্রিল, তারা সেদিন ম্যাচও খেলবেন নিজ নিজ ক্লাবের হয়ে।

ক্যাম্পের মূল কাজই হবে ইনডোরে। আর ইনডোর প্রস্তুত করার কাজ করছেন কিউরেটর গামিনি ডি সিলভা। গতকাল ইনডোরে চারটি উইকেট তৈরির কাজ করতে দেখা গেছে গ্রাউন্ডসম্যানদের। গামিনি ডি সিলভা যার তত্ত্বাবধান করেছেন। ইংলিশ কন্ডিশনের কথা বিবেচনা করে উইকেট প্রস্তুত করা হচ্ছে। উইকেটে বাড়তি ঘাস ব্যবহার করতে দেখা গেছে। গতকাল দুপুর পর্যন্ত গ্রাউন্ডসম্যানরা ঘাস ছিটানো, রোল করার কাজ করেছেন। থাকবে বাউন্স, উইকেটও হবে জীবন্ত। যেখানে টাইগাররা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্যাটিং, বোলিং করবেন।

ক্যাম্পের সময়ে ইনডোরের উইকেট ছাড়াও বোলিং মেশিনে ব্যাটিং করবেন মুশফিক-তামিমরা। এ সময়ে জাতীয় দলের বাইরে কোনো ক্রিকেটার সুযোগ পাবেন না ইনডোরে অনুশীলনের।

ইনডোরের তত্ত্বাবধায়ক মোর্শেদ চৌধুরী গতকাল জানিয়েছেন, ড্রেসিংরুমে, বোলিং মেশিনসহ সবকিছু প্রস্তুত করে রাখা হচ্ছে। জাতীয় দলের ক্যাম্পের কারণে আগামীকালের শবে বরাতের ছুটি বাতিল করা হয়েছে ইনডোরের কর্মকর্তা-কর্মচারীদের।

ইতোমধ্যে বিশ্বকাপের ক্যাম্প উপলক্ষে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা। ঢাকায় ফিরেই কাজে নেমে পড়েছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তামিম-মাহমুদউল্লাহদের ফিটনেস নিয়ে কাজ করছেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন।

হেড কোচ স্টিভ রোডসও ঢাকায় এসে ক্যাম্পের সব প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। স্পিন কোচ সুনীল যোশি, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুকও ক্যাম্প শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন।

ক্রিকেটারদের মধ্যে প্রিমিয়ার লিগে না খেলা তামিম, মুশফিকরা নিয়মিত ব্যাটিং অনুশীলন করছেন বিসিবি একাডেমি মাঠে। রুবেল, মুস্তাফিজরা ফিটনেসের কাজ করছেন। সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে বোলিং শুরু করেছেন রুবেল।

উল্লেখ্য, বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হয়ে গেছে। সাত ক্রিকেটার প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। টপঅর্ডারে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন ইমরুল কায়েস। ফিটনেসের ঘাটতির কারণে তাসকিন আহমেদেরও ঠাঁই হয়নি বিশ্বকাপ দলে। তারা দুজন আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলেও সুযোগ পাননি।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি

ওয়ানডে না খেলেও বিশ্বকাপে রাহি

ওয়ানডে না খেলেও বিশ্বকাপে রাহি

প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ তরুণ টাইগার তুর্কি

প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ তরুণ টাইগার তুর্কি