ভালো করা সম্ভব, তবে কঠিন : বিশ্বকাপ নিয়ে আশরাফুল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৭ এপ্রিল ২০১৯
ভালো করা সম্ভব, তবে কঠিন : বিশ্বকাপ নিয়ে আশরাফুল

ফাইল ছবি

বিশ্বকাপে বাংলাদেশ যদি ‘ম্যাচ বাই ম্যাচ’ খেলে তাহলে ভালো করা সম্ভব, তবে কঠিন। লন্ডনে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে এক মাস আগে বাংলাদেশ দলকে নিয়ে এমন মন্তব্য করলেন মোহাম্মদ আশরাফুল।

শনিবার (২৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। এ সময় এক সময়ের সতীর্থ টাইগার অধিনায়ক মাশরাফির নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

আশরাফুল বলেন, বিশ্বকাপে আমাদের ব্যাটসম্যানদের ভালো করার সুযোগ থাকবে। মুশফিক, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ ..ওরা কিন্তু এটা নিয়ে চারটা বিশ্বকাপ খেলবে। তারা সেরা সময় অতিবাহিত করছে, এটা একটা সুবিধা। ওরা যদি সেরাটা দিতে পারে, বাকিরা যদি অবদান রাখে তাহলে আমি মনে করি, যেকোনো দলের বিপক্ষে আমরা জিততে পারব।

তিনি বলেন, নিউজিল্যান্ডে আমাদের বোলাররা অতটা ভালো করতে পারেনি। সম্প্রতি ইনজুরির কারণে সবাই শতভাগ ফিট না। এ দিকটা কাটিয়ে ওঠে বোলিং ইউনিট যদি এক সাথে ভালো করে, মাশরাফির লিডারশিপ খুব গুরুত্বপূর্ণ হবে এখানে। সে যদি বোলারদের নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, ম্যাচ বাই ম্যাচ।

আশরাফুল বলেন, আমরা যেমন শুরুর দিকে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের সঙ্গে সাথে খেলব। সেখানে আমার মনে হয় স্পিন নিয়ে অ্যাটাক করা উচিত। কারণ, পেস আক্রমণ নিয়ে ওদের অতটা ভীত করা যাবে না। প্রতিটা ম্যাচ বাই ম্যাচ যদি খেলি, তাহলে ভালো করা সম্ভব। তবে কঠিন হবে।

মাশরাফির প্রশংসা করে তিনি বলেন, ভালো একটা নেতা থাকলে এসব ছোটখাট জিনিসগুলো কাটিয়ে উঠতে পারবে। সিনিয়ররা যদি সেরাটা দিতে পারে এবং জুনিয়ররা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে -তাহলে ভালো কিছু আশা করতে পারি। কিন্তু ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলে একটু কঠিন। ওই ধরনের কন্ডিশনে আমাদের থেকে বাকি দলগুলো একটু ভালো।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে মাশরাফিই সেরা অধিনায়ক : শোয়েব আখতার

বিশ্বকাপে মাশরাফিই সেরা অধিনায়ক : শোয়েব আখতার

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে সেই আলিম দার-রড টাকার

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে সেই আলিম দার-রড টাকার