আবারও পাল্টালো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০২ মে ২০১৯
আবারও পাল্টালো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

আবারও পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। সবুজ রঙের জার্সিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফা বানানো জার্সিতে পরিবর্তন আনা হয়েছিল সেখানে শুধু সবুজ রং থাকায়।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পরিবর্তন হওয়া সেই ডিজাইনে হাতে লাল সেড আনা হয়। তবে সেই জার্সিতেও আবার বদল আনা হয়েছে। নতুন জার্সিতে হাতায় আর লাল সেড রাখা হয়নি।

jercy

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দ্বিতীয় দফায় জার্সি বদলের বিষয়টি নিশ্চিত করেছে।

সবজু রঙের জার্সিতে দ্বিতীয় দফায় পরিবর্তন এনেছে বিসিবি। প্রথম দফায় পরিবর্তিত ডিজাইনে জার্সির বুকের মধ্যে লাল ব্যাকগ্রাউন্ডের ওপর লেখা ছিল ‘বাংলাদেশ’। দুই বাহুতেও রাখা হয়েছিল লাল সেড। তবে নতুন ডিজাইনে সেটা রাখা হয়নি। জার্সির বুকের ওপর ‘বাংলাদেশ’ লেখাটা আগের লাল রঙের মধ্যে রাখা হয়েছে।

সবুজ রঙাটি বাংলাদেশের হোম জার্সি। এটা নিয়েই ছিল সমর্থকদের ছিল ঘোর আপত্তি। তবে অ্যাওয়ে জার্সি নিয়ে কারও কোন আপত্তি ছিল না। ওই জার্সিটি লাল রঙের হলেও তার হাতে ও বুকে সবুজের ছোঁয়া আছে।

লাল-সবুজ জার্সিতে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন মাশরাফি-সাকিবরা। ক্রিকেটারদের দেশাত্মবোধ ফুটে ওঠে গর্বের জার্সিতে। তাই বাংলাদেশের বিশ্বকাপ জার্সি নিয়ে দেশের মানুষের আগ্রহ ছিল সীমাহীন। কিন্তু গত সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের পর বহু ক্রিকেট ভক্ত হতাশ হয়ে পড়েন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের জার্সি পরিবর্তনে আইসিসির সম্মতি, যুক্ত হচ্ছে লাল রং

বাংলাদেশের জার্সি পরিবর্তনে আইসিসির সম্মতি, যুক্ত হচ্ছে লাল রং

খেলার সময় আত্মবিশ্বাসী থাকলে বললেন প্রধানমন্ত্রী

খেলার সময় আত্মবিশ্বাসী থাকলে বললেন প্রধানমন্ত্রী

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফিরা

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফিরা

বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয়তে নান্নু

বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয়তে নান্নু