খেলার সময় আত্মবিশ্বাসী থাকলে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬:১৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৯
খেলার সময় আত্মবিশ্বাসী থাকলে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আত্মবিশ্বাস নিয়ে খেলবে, আমরা জিতবে। সব সময় মনের মধ্যে আত্মবিশ্বাসটা রাখবে।’। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিশ্বকাপগামী ক্রিকেটারদের সাথে এক সাক্ষাত অনুষ্ঠাতে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘কোনো চাপ না নিয়ে আত্মবিশ্বাসের সাথে তোমাদের খেলা খেলো, একদিন আমরাও বিশ্বকাপ জিতব।’

sheikh_hasina

খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শেষের দিকে স্ট্যামিনাটা ঠিক রাখতে হবে। একবার ছয় মারলে মনে হতে পারে পরেরটাও ছয় মারতে পারবে। ওই সময় শান্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে।’

টাইগারদের উৎসাহ দেয়ার এ সাক্ষাতে ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়, বিসিবি পরিচালক ও বিশ্বকাপ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু এবং প্রধান কোচ স্টিভ রোডস উপস্থিত ছিলেন।

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে গেলেও তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে প্রায় দুই মাসের সফরে বুধবার যাত্রা করবেন মাশরাফিরা।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে যাওয়া আগে প্রধানমন্ত্রীর সাথে মাশরাফিদের সাক্ষাৎ

বিশ্বকাপে যাওয়া আগে প্রধানমন্ত্রীর সাথে মাশরাফিদের সাক্ষাৎ

বাংলাদেশের জার্সি পরিবর্তনে আইসিসির সম্মতি, যুক্ত হচ্ছে লাল রং

বাংলাদেশের জার্সি পরিবর্তনে আইসিসির সম্মতি, যুক্ত হচ্ছে লাল রং

বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয়তে নান্নু

বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয়তে নান্নু

মাশরাফিদের বিশ্বকাপ জার্সি নিয়ে বিতর্ক

মাশরাফিদের বিশ্বকাপ জার্সি নিয়ে বিতর্ক