সবসময়ই চেষ্টা করি আলাদা কিছু করতে : সাব্বির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৫ মে ২০১৯
সবসময়ই চেষ্টা করি আলাদা কিছু করতে : সাব্বির

জাতীয় দলে থাকার সময় ফিল্ডিং নিয়ে আলাদা কাজ করা কঠিন। বাঁধা ছকে ফিল্ডিং কোচের তত্ত্বাবধানে কাজ করতে হয়। সব সময় ফিলিংয়ে ভালো করার জন্য সাব্বির রহমান আলাদা কিছু করে থাকেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাব্বির বলেন, “দলের অনুশীলন শেষ হলে আমি সবসময়ই চেষ্টা করি অন্তত ১০ মিনিট হলেও আলাদা কিছু করতে। দলের অনুশীলনে অনেক দিনই এমন হয় যে খুব বেশি বল বা ক্যাচ হয়তো আমার কাছে আসেনি। বাড়তি অনুশীলন তখন কাজে লাগে। ফিল্ডিং নিয়ে কাজ করতে খারাপ লাগে না কখনও।”

সাব্বির ব্যাট হাতে কিছু করার সুযোগ না পেলেও অখুশি নন। বরং খুশি, কেননা ব্যাটিং অর্ডারে তার আগের ব্যাটসম্যানরা নিয়মিতই ভালো করছেন।

‘‘আমি ব্যাটিং পাচ্ছি না এটা আসলে দলের জন্য ইতিবাচক। টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করছে, এটা দলের জন্য ভালো। অনুশীলনে আমি কঠোর পরিশ্রম করছি। যখনই সুযোগ পাব আমি দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও অনুশীলনে কোনো কমতি রাখছেন না সাব্বির। ইংল্যান্ডের উইকেটের কথা মাথায় রেখে নিজেকে প্রস্তুত করে চলেছেন প্রতিদিনই।

তিনি বলেন, ‘‘ব্যাটিং না পেলেও অনুশীলনে আমি ম্যাচের পরিস্থিতির কথা মাথায় রেখে অনুশীলন করছি। যেসব উইকেটে অনুশীলন করছি সেগুলো অনেকটা ইংল্যান্ডের উইকেটের মত। আমি সাধারণত নিচের দিকে ব্যাট করি তাই কোচও আমাকে সেভাবেই অনুশীলন করাচ্ছেন।’’


শেয়ার করুন :


আরও পড়ুন

নিয়ম রক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা

নিয়ম রক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা

আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

‘কুলিন অধিনায়ক’ ক্লাবের সদস্য হলেন মাশরাফি

‘কুলিন অধিনায়ক’ ক্লাবের সদস্য হলেন মাশরাফি

বিশ্বকাপের আশা এখনও ছাড়েননি ইমরুল

বিশ্বকাপের আশা এখনও ছাড়েননি ইমরুল