কেমন ছিল আফগানিস্তানের প্রথম বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২০ মে ২০১৯
কেমন ছিল আফগানিস্তানের প্রথম বিশ্বকাপ

আফগানিস্তান দলের বিশ্বকাপ অভিষেক ঘটে ২০১৫ আসরে। লীগ পর্বে ‘এ’ গ্রুপে ষষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি। টুর্নামেন্টে ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়ে মাত্র ২ পয়েন্ট নিয়েই ছিটকে পড়ে আফগানরা। তাদের একমাত্র জয়টি এসেছে তৃতীয়বার বিশ্বকাপ খেলা স্কটল্যান্ডের বিপক্ষে। এশিয়ার দলটির জয়ের হার ১৬.৬৬ শতাংশ।

২০১৯ বিশ্বকাপের আগে দলটির অতীত পারফরমেন্স ও গুরুত্বপূর্ন কিছু পরিসংখ্যানের দিকে দৃষ্টি দেয়া যাক:

অতীত পারফরমেন্স
২০১৫- লীগ পর্বে ‘এ’ গ্রুপে ষষ্ঠ স্থান

ব্যাটিং পারফরমেন্স
২৩২-বিশ্বকাপে আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৫ আসরে যা শ্রীলংকার বিপক্ষে করেছিল তারা।
১৪২- বিশ্বকাপে আফগান দলের সর্বনিন্ম স্কোর। ২০১৫ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২৫৪- বিশ্বকাপে কোন আফগান খেলোয়াড়ের সর্বোচ্চ রান। রেকর্ডটির মালিক সামিউল্লাহ শিনওয়ারি।
৯৬- বিশ্বকাপে এক ইনিংসে আফগান কোন খেলোয়াড়ের সর্বোচ্চ রান। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন সামিউল্লাহ শিনওয়ারি।
২-হাফ সেঞ্চুরি বিশ্বকাপে আফগানিস্তানের কোন খেলোয়াড়ের সর্বোচ্চ অর্ধশতকের ইনিংস। যার মালিক সামিউল্লাহ শনওয়ারি।

বোলিং পারফরমেন্স
১০ উইকেট- বিশ্বকাপে আফগানিস্তানের কোন খেলোয়াড়ের সর্বোচ্চ উইকেট সংখ্যা। যার মালিক শাপুর জাদরান।
৪/৪৮- বিশ্বকাপে আফগান কোন খেলোয়াড়ের সেরা বোলিং ফিগার। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে এ কৃতি গড়েন শাপুর জাদরান।

উইকেটরক্ষক পারফরমেন্স
৭-ডিসমিজাল-বিশ্বকাপে কোন উইকেটরক্ষকের সেরা সাফল্য। যার মালিক আফসার জাজাই।
৩-ডিসমিজাল- বিশ্বকাপে এক ইনিংসে আফগান কোন উইকেটরক্ষকের সেরা সাফল্য। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফসার জাজাইর সাফল্য।

ফিল্ডিং পারফরমেন্স
৩ ক্যাচ- বিশ্বকাপে আফগান কোন ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাচ সংখ্যা। মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান এবং নওরোজ মঙ্গল তিন জনই তিনটি করে ক্যাচ নিয়েছেন।

২ ক্যাচ- বিশ্বকাপে এক ইনিংসে আফগানিস্তানের কোন খেলোয়াড়ের সর্বোচ্চ সংখ্যা। ২০১৫ বিশ্বকাপে মোহাম্মদ নবী অস্ট্রেলিয়া, নজিবুল্লাহ জাদরান অস্ট্রেলিয়া এবং নওরোজ মঙ্গল শ্রীলংকার বিপক্ষে ২টি করে ক্যাচ নিয়েছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাইলেন্ট হিরোকে হারাচ্ছে আফগানিস্তান

সাইলেন্ট হিরোকে হারাচ্ছে আফগানিস্তান

আয়ারল্যান্ডের কাছে আফগানিস্তানের শোচনীয় পরাজয়

আয়ারল্যান্ডের কাছে আফগানিস্তানের শোচনীয় পরাজয়

আফগানিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন

আফগানিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন

ডিএল মেথডে স্কটল্যান্ডকে হারাল আফগানিস্তান

ডিএল মেথডে স্কটল্যান্ডকে হারাল আফগানিস্তান