নিউজিল্যান্ডের চোখে জয়, ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাশা পারফরমেন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৮ মে ২০১৯
নিউজিল্যান্ডের চোখে জয়, ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাশা পারফরমেন্স

দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি ম্যাচের শেষদিন আজ মঙ্গলবার (২৮ মে)। বাংলাদেশ-ভারত ছাড়াও দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ব্রিস্টলে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারায় কিউইরা। আর বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১২ দশমিক ৪ ওভার মাঠে ঘাম ঝড়ানোর সুযোগ পেয়েছে ক্যারিবীয়রা। তাই নিজেদের শেষ ম্যাচেও জয় চায় নিউজিল্যান্ড। অপরদিকে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভালো পারফরমেন্সের প্রত্যাশায় ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। দেশের মাটিতে তিন ম্যাচের ঐ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে কিউইরা। এরপর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়েই আবারও ২২ গজে ফিরেছে নিউজিল্যান্ড।

ফিরেই চমক, বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতকে নাস্তানাবুদ করেছে তারা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৬ উইকেটে ভারতকে হারায় কিউইরা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে মরিয়া কিউইরা। টানা দু’টি জয়ের স্বাদ নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখতে চায় নিউজিল্যান্ড।

এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে বাংলাদেশের কাছে হারের ক্যারিবীয়রা। ত্রিদেশীয় সিরিজে না খেললেও বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে দলের সেরা তারকা ক্রিস গেইল-আন্দ্রে রাসেলদের।

বিশ্বকাপের আগে নিজেদের প্রথম ম্যাচে নিজেদের ভালোভাবে পরখ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। মাত্র ১২ দশমিক ৪ ওভার মাঠে ঘাম ঝড়ানোর সুযোগ পেয়েছিল ক্যারিবীয়রা। যতটুকু খেলা হয়েছে তাতে সেরাটা প্রদর্শণ করেছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে ১২ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করে প্রোটিয়ারা। প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয়টিতে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে মুখিয়ে আছে জেসন হোল্ডারের দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন মোহাম্মদ শেহজাদ

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন মোহাম্মদ শেহজাদ

বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা

মার্ক ওয়াহর সেরা তিন ব্যাটসম্যানে নেই স্মিথ

মার্ক ওয়াহর সেরা তিন ব্যাটসম্যানে নেই স্মিথ

বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় ৫ রোমঞ্চকর মুহূর্ত

বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় ৫ রোমঞ্চকর মুহূর্ত