নিউজিল্যান্ডের বোলিং তোপে দিশেহারা শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০১ জুন ২০১৯
নিউজিল্যান্ডের বোলিং তোপে দিশেহারা শ্রীলঙ্কা

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে বিপাকে পড়েছে শ্রীলঙ্কা। ম্যাট হেনরির বোলিং তোপে ১৫ ওভারেই ৬ উইকেট হারিয়ে ধুকছে ব্যাটিং ব্যর্থতায়। এ সংবাদ খেলার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ১৫.৩ ওভারে ৬০ রান।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসরের তৃতীয় ও দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে ব্যাট হাতে মাঠে নামে শ্রীলঙ্কা।

ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি শ্রীলঙ্কা। ওপেনার লাহিরু থিরিমান্নে মাত্র ৪ রানের সাজঘরে ফেরেন। এছাড়া কুসল পেরেরা ২৯, কুসল মেন্ডিজ শূন্য, ধনঞ্জয়া ডি সিলভা ৪, এ্যাঞ্জেলো ম্যাথুজ শূন্য এবং জীবন মেন্ডিজ ১ রানে আউট হলে বিপাকে পড়ে শ্রীলঙ্কা।

একপ্রান্তে আরেক ওপেনার ও অধিনায়ক দিমুথ করুনারত্নে ব্যাট হাতে ক্রিজে ঠিকে থাকলেও তাকে সঙ্গ দিতে কেউ দাঁড়াতে পারছে না।

নিউজিল্যান্ডের হয়ে একাই (এখন পর্যন্ত) ৩ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। মূলত তার বোলিং তোপেই ধস নেমেছে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে।

শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল।

নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন মুনরো, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম. কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ট্রেন্ট বোল্ট।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও রেকর্ড

বিশ্বকাপে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও রেকর্ড

বিশ্বকাপে হ্যাটট্রিক করতে চান মালিঙ্গা

বিশ্বকাপে হ্যাটট্রিক করতে চান মালিঙ্গা

নিউজিল্যান্ডের চোখে জয়, ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাশা পারফরমেন্স

নিউজিল্যান্ডের চোখে জয়, ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাশা পারফরমেন্স

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল নিউজিল্যান্ড