প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৪ জুন ২০১৯
প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

প্রথমবারের মতো ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছরের নভেম্বরে দুই টেস্ট ও তিন টি-২০ ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

২০১৯-২০ মৌসুমের জন্য নিজ মাঠের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূচি অনুযায়ী মৌসুমে নিজ মাঠে পাঁচটি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ১২টি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল।

দক্ষিণ আফ্রিকা দলের তিন টেস্টর সিরিজ দিয়ে হোম সূচি শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। এরপর নভেম্বরে খেলবে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। প্রথমবারের মতো অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে এ সিরিজে অংশ নেবে দলগুলো।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে টি-২০ ও টেস্ট সিরিজ শুরু হবে ১৫ সেপ্টম্বর। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভারত এক সাথে টেস্ট, টি-২০ এবং ওয়ানডে সিরিজ খেলছে না। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পুনরায় ২০২০ সালের মার্চে ভারত সফর করবে।

দিল্লিতে প্রথম টি-২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। টেস্ট দু’টি অনুষ্ঠিত হবে ইন্দোর (১৪-১৮ নভেম্বর) এবং কোলকাতায় (২২-২৬ নভেম্বর)।

হায়দারাবাদে অনুষ্ঠিত একমাত্র টেস্টে খেলতে এর আগে প্রথমবারের মতো ভারত সফর করে বাংলাদেশ ক্রিকেট দল। ৯ দল নিয়ে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে ভারতের মাটিতে খেলা ছয় দলের একটি হবে বাংলাদেশ। আইসিসি ইতোমধ্যেই স্পস্ট করেছে যে, ফাইনালে না উঠলে ভারত-পাকিস্তানকে মুখোমুখি হতে হবে না।

নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ দল ফিরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে ভারত। তিন টি-২০ ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজটি শুরু হবে ৬ ডিসেম্বর। পরের মাসে ৫-১০ জানুয়ারী তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারত সফর করবে জিম্বাবুয়ে।

চারদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ভারত। মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা দলের ওয়ানডে সফর দিয়ে শেষ হবে ভারতের হোম সিজন।

দক্ষিণ আফ্রিকা সিরিজ
১ম টি-২০: ১৫ সেপ্টেম্বর, ধর্মশালা
২য় টি-২০: ১৮ সেপ্টেম্বর, মোহালি
১ম টেস্ট: ২-৬ অক্টোবর, ভিজাগ
২য় টেস্ট: ১০-১৪ অক্টোবর, রাচি
৩য় টেস্ট:১৯-২৩ অক্টোবর, পুনে

বাংলাদেশ সিরিজ
১ম টি-২০: ৩ নভেম্বর, দিল্লি
২য় টি-২০: ৭ নভেম্বর, রাজকোট
৩য় টি-২০: ১০ নভেম্বর, নাগপুর
১ম টেস্ট: ১৪-১৮ নভেম্বর, ইন্দোর
২য় টেস্ট: ২২-২৬ নভেম্বর, কোলকাতা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
১ম টি-২০: ৬ ডিসেম্বর, মুম্বাই
২য় টি-২০: ৮ ডিসেম্বর, থিরুভুবনপত্নম
৩য় টি-২০: ১১ ডিসেম্বর, হায়দারাবাদ
১ম ওয়ানডে: ১৫ ডিসেম্বর, চেন্নাই
২য় ওয়ানডে: ১৮ ডিসেম্বর, ভিজাগ
৩য় ওয়ানডে: ২২ ডিসেম্বর, কটক

জিম্বাবুয়ে সিরিজ-২০২০
১ম টি-২০: ৫জানুয়ারি, গুয়াহাটি
২য় টি-২০: ৭ জানুয়ারি, ইন্দোর
৩য় টি-২০: ১০ জানুয়ারি, পুনে

অস্ট্রেলিয়া সিরিজ-২০২০
১ম ওয়ানডে: ১৪ জানুয়ারি, মুম্বাই
২য় ওয়ানডে :১৭ জানুয়ারি, রাজকোট
৩য় ওয়ানডে: ১৯ জানুয়ারি, বেঙ্গালুরু।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্পট লাইটে থাকবে মুশফিক

স্পট লাইটে থাকবে মুশফিক

বাংলাদেশিদের দখলে ছিল ওভালের স্টেডিয়াম

বাংলাদেশিদের দখলে ছিল ওভালের স্টেডিয়াম

দলের এমন জয়ে খুশি মাশরাফি, চান ধারাবাহিকতা

দলের এমন জয়ে খুশি মাশরাফি, চান ধারাবাহিকতা

‌‘সেমিফাইনাল খেলতে পারবে না ভারত’

‌‘সেমিফাইনাল খেলতে পারবে না ভারত’