ফ্র্যাকচার ধরা পড়েনি মুশফিকের হাতে, তবুও অপেক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৪ এএম, ১৬ জুন ২০১৯
ফ্র্যাকচার ধরা পড়েনি মুশফিকের হাতে, তবুও অপেক্ষা

ছবি : বিসিবি

অনুশীলনে মুশফিকুর রহীমের ডান হাতের কবজিতে ব্যাথা পাওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সুসংবাদ মিলেছে। এক্স-রে রিপোর্টে তার হাতে কোন ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে মুশফিকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে রোববার (১৬ জুন) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবার (১৫ জুন) অনুশীলনে নামে বাংলাদেশের ক্রিকেটাররা। টনটনের স্থানীয় সময় সকাল ১০টায় সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল।

অনুশীলনে ব্যাটিং করার সময় ডান হাতের কবজিতে আঘাত পান টাইগারদের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। নেটে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের একটি ডেলিভারি মুশফিকের ডান হাতের কবজিতে আঘাত করে।

আঘাত পাওয়ার পর নেট থেকে বেরিয়ে ড্রেসিং রুমে ফিরে যান মুশফিক। সাথে সাথে মুশফিকের আঘাতের স্থানে বরফ দেওয়া হয়। ড্রেসিং রুমেই চলতে থাকে প্রাথমিক চিকিৎসা। পরে তার হাতে এক্স-রে করা হয়।

জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের জানান, মুশফিকের আঘাতের বিষয়ে আপাতত খবর ভালো। ওর হাতের এক্স-রে করা হয়েছে। সেখানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি।

তিনি আরও বলেন, তবে মুশফিকের হাতে আইসব্যাগ দেওয়ার পরেও ফোলা কমেনি। কাল (রোববার) সকালে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে দলের জন্য মুশফিক অনেক বড় ফ্যাক্টর।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই ৭৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন মুশফিক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রান করেছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলনে হাতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহীম

অনুশীলনে হাতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহীম

ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ

ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ

‘একাদশে অন্তত একটি পরিবর্তন আসবে’

‘একাদশে অন্তত একটি পরিবর্তন আসবে’

গভীরতা ও মানের দিকে টাইগাররা এখনও অনেক পিছিয়ে : রোডস

গভীরতা ও মানের দিকে টাইগাররা এখনও অনেক পিছিয়ে : রোডস