দিনটা আমাদের হলে বাংলাদেশের জন্য কঠিন হবে : নাইব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ২৪ জুন ২০১৯
দিনটা আমাদের হলে বাংলাদেশের জন্য কঠিন হবে : নাইব

ফাইল ছবি

সাউদাম্পটনের ভারতের বিরুদ্ধে খেলা ভেন্যুতে আজ সোমবার (২৪ জুন) বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান। একই ভেন্যুতে ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত লড়াই করে ১১ রানে হেরেছে আফগানিস্তান।ভারতের বিপক্ষে ম্যাচে লড়াই করার মানসিকতা থেকে অনুপ্রেরণা খুঁজছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

ম্যাচ আগের দিন রোববার (২৩ জুন) সংবাদ সম্মেলনে নাইব বলেন, ‘আমরা এরই মধ্যে এ উইকেটে খেলেছি। ভারতের বিপক্ষে গতকালই (শনিবার) খেলেছি। গতকাল ছিল রৌদ্রোজ্জ্বল। আমাদের জন্য ভালো দিন ছিল। দুই দলের জন্যই। আমরা হেরেছি কিন্তু ভালো কিছুও করেছি। ওই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। বাংলাদেশের বিপক্ষে আরও বেশি করার চেষ্টা থাকবে।’

দুর্দান্ত ফর্মে তাকা সাকিবকে নিয়ে চিন্তার ভাঁজ নাইবের কপালে। বলেন, ‘সাকিবকে থামানো সহজ নয়। সে দুর্দান্ত ফর্মে আছে। কেউ বলতে পারবে না, সাকিবকে থামানো যাবে। কিন্তু আগামীকাল (সোমবার) একটি নতুন দিন। সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সে নবী এবং রশিদের সঙ্গে খেলেছে। যদি আগামীকাল (সোমবার) তার দিন হয়, তাহলে সে ভালো খেলবে। তবে দিনটা যদি আমাদের হয়, তাহলে শুধু সাকিব নয় যে কোন দলের জন্য কঠিন হয়ে পড়বে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের স্পিন অ্যাটাককে সেরা বলছেন নাইব। স্পিন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা আফগান অধিনায়কের। পাশাপাশি বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি।

বলেন, ‘আমি সত্যিই বাংলাদেশকে দেখে মুগ্ধ। তারা টুর্নামেন্টে ভালো করেছে। যদি উইকেট আমাদের স্পিনারদের সাহায্য করে তাহলে প্রত্যেকের জন্য ম্যাচটা কঠিন করতে পারি, সেটা শুধু বাংলাদেশের বিপক্ষে নয়। আমাদের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। উইকেট আমাদের অনুকূলে থাকলেই হলো।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সামনের সব ম্যাচই নক আউট বিবেচনা করছেন রোডস

সামনের সব ম্যাচই নক আউট বিবেচনা করছেন রোডস

ফেবারিট হিসেবেই আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

ফেবারিট হিসেবেই আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আঘাত গুরুতর নয়, শঙ্কামুক্ত মিরাজ

আঘাত গুরুতর নয়, শঙ্কামুক্ত মিরাজ

সেমির আশা ছাড়ছেন না মাশরাফি

সেমির আশা ছাড়ছেন না মাশরাফি