কম বেতন নিলে চাকরি হারাবেন না হাথুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ০১ আগস্ট ২০১৯
কম বেতন নিলে চাকরি হারাবেন না হাথুরু

ফাইল ছবি

বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজ শেষে শ্রীলঙ্কার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরি থাকবে না এটা প্রায় সবারই জানা ছিল। কারণ, দেশটির ক্রিকেট বোর্ড আগেই এ ঘোষণা দিয়েছিল। তবে এবার যা শোনা গেল ভিন্ন কথা।

জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে চলে যেতে বলা হয়েছে -গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিনন ফার্নান্দো বলেছেন, তিনজন ‘আন্তর্জাতিক শীর্ষ ক্রিকেট কোচের’ মধ্য থেকে কাউকে বেছে নেওয়ার কথা ভাবছে শ্রীলঙ্কা।

হাথুরুর নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, কোচের মাসিক পারিশ্রমি চল্লিশ হাজার ডলার, অনেক বেশি। আমরা যদি মাত্র ৩৫ শতাংশ ম্যাচ জিতি তবে এতো বেশি পারিশ্রমিক দিয়ে কোচ রাখার কোন প্রয়োজন আমাদের নেই।

আন্তর্জাতিক কোচরা মাসিক ১৭ হাজার পাঁচশ থেকে ২৫ হাজার ডলার বেতন চাচ্ছেন বলে জানান ফার্নান্দো। তবে তিনি তাদের নাম বলেননি। হাথুরু কম বেতনে থাকতে চাইলে থাকতে পারেন বলেও জানান।

তিনি আরও বলেন, এখন আমরা যে বেতন দিচ্ছি তাতে আমরা দুইজন বিদেশি কোচ পেতে পারি। এ মুহূর্তে আমরা যে বেশি পরিমাণ বেতন দিচ্ছি অবশ্যই সেটা কমাতে হবে। তারা রাজি না হলে তারা চলে যেতে পারে।


শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরুসহ শ্রীলঙ্কার সকল কোচিং স্টাফদের পদত্যাগের নির্দেশ

হাথুরুসহ শ্রীলঙ্কার সকল কোচিং স্টাফদের পদত্যাগের নির্দেশ

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ

ওয়ানডে ক্রিকেটে মালিঙ্গার যত রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে মালিঙ্গার যত রেকর্ড

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা