কোহলিদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ এএম, ১০ আগস্ট ২০১৯
কোহলিদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

ফাইল ছবি

বিরাট কোহলি-ধোনিসহ ভারতীয় সকল ক্রিকেটারদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করা বাধ্যতামূলক। শুক্রবার (৯ আগস্ট) ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্তই নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সম্প্রতি ভারতীয় তরুণ তারকা ক্রিকেটার পৃথ্বি শ ডোপ টেস্ট করলে তা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকেই ক্রীড়া মন্ত্রণালয়ের চাপে তারা সম্মতি জানাতে বাধ্য হয় যে, ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা)।

শুক্রবার বিসিসিআইর প্রধান নির্বাহী রুহুল জহুরির সঙ্গে দেখা করেন ক্রীড়ামন্ত্রী রাধেশ্যাম ঝুলানিয়া। তিনি জানান, ডোপবিরোধী নীতিমালার সঙ্গে যুক্ত হতে সম্মতি জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছে বোর্ড।

নাডার সঙ্গে বিসিসিআইর সংযুক্তির কথা নিশ্চিত করে ঝুলানিয়া বলেছেন, এখন থেকে সব ক্রিকেটারকে পরীক্ষা করবে নাডা। আমাদের সামনে বিসিসিআই তিনটি ইস্যু তুলে ধরেছিল। তারা ডোপ টেস্টের কিটের মান, প্যাথলজিস্টদের যোগ্যতা ও নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চেয়েছিল।

তিনি আরও বলেন, আমরা নিশ্চয়তা দিয়েছি তারা যে ধরনের সুযোগ-সুবিধা চায়, তার সবগুলো আমরা সরবরাহ করব। কিন্তু এগুলোর জন্য কিছুটা আলাদা খরচ আছে। বিসিসিআই অন্যদের চেয়ে আলাদা কিছু নয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন উচ্চতায় কোহলি

নতুন উচ্চতায় কোহলি

ধোনির বুট পালিশের ছবি ভাইরাল

ধোনির বুট পালিশের ছবি ভাইরাল

ভারতের কোচ শাস্ত্রিই থাকছেন

ভারতের কোচ শাস্ত্রিই থাকছেন

‘বিরল’ খেলোয়াড় সাইনিকে অভিষেক ম্যাচেই শাস্তি

‘বিরল’ খেলোয়াড় সাইনিকে অভিষেক ম্যাচেই শাস্তি