দ্বিতীয় দিনেই বাংলাদেশ এইচপি দলের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৮ আগস্ট ২০১৯
দ্বিতীয় দিনেই বাংলাদেশ এইচপি দলের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ

শ্রীলঙ্কান ইমার্জিং ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে সফরকারী দলের সংগ্রহ ৪ উইকেটে ১০১ রান।

স্পিনার আবু নাঈম একাই ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। এর আগে ব্যাটিং নিয়ে ১ম ইনিংসে স্বাগতিক বাংলাদেশ ৩৬০ রান সংগ্রহ করেছে। ফলে ২য় দিন শেষে ২৫৯ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। হাতে রয়েছে ছয় উইকেট।

জাতীয় দলের হয়ে দুই টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন নাইম চার উইকেট নিয়ে ফের জাতীয় দলে প্রত্যাবর্তনকে জোড়ালো করেছেন। ১ম দিনের ৪ উইকেটে ২৩৩ রানের পুঁজি নিয়ে বৃধবার (২৮ আগস্ট) সকালে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ।

লাঞ্চের আগেই যোগ করে আরও ১২৭ রান। ১২৪ রানে অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত আর মাত্র ৯ রান যোগ করে ১৩৩ রানে আউট হলেও কোন রান যোগ না করেই বিদায় নিয়েছেন আগের দিনের ৫৪ রান সংগ্রহকারী আরেক অপরাজিত ব্যাটসম্যান আফিফ হোসেন।

এ দুই ব্যাটসম্যান শুরুতেই বিদায় নিলে স্বাগতিক দলের হাল ধরেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির হোসেন। তিনি ৪১ রানের যোগান দিয়ে দলকে ৩৫০ রানের স্তর পেরুতে সহায়তা করেন।

এদিকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়া শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন ফর্ম ফিরে পাওয়া স্পিনার নাঈম। ৫৯ রানেই সফরকারী দলের ১ম চারটি ফিরিয়ে দেন তিনি।

এরপর ব্যাট হাতে লঙ্কান দলের হয়ে প্রতিরোধ গড়ে তুলেন প্রমোদ মদুভান্তে ও আসেন বান্দারা। পঞ্চম উইকেট জুটিতে অপরাজিত থেকে তারা ৪২ রান যোগ করেন। দ্বিতীয় দিন শেষে বান্দারা ২৩ রান ও মদুভান্তে ২১ রানে অপরাজিত আছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বাস করতেই পারছেন না তিনি ‘অ্যাশেজ হিরো’

বিশ্বাস করতেই পারছেন না তিনি ‘অ্যাশেজ হিরো’

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

বোল্ট-বুমরাহ-আর্চারের উন্নতি, দশে নেই কোন বাংলাদেশি

বোল্ট-বুমরাহ-আর্চারের উন্নতি, দশে নেই কোন বাংলাদেশি

নেদারল্যান্ডসে মেয়েদের গর্জন

নেদারল্যান্ডসে মেয়েদের গর্জন