এনসিএলে নিষিদ্ধ শাহাদাত, আসছে বড় শাস্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৯
এনসিএলে নিষিদ্ধ শাহাদাত, আসছে বড় শাস্তি

ফাইল ছবি

চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকে নিষিদ্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব। এছাড়া তার বিরুদ্ধে আরও বড় শাস্তি অপেক্ষা করছে বলে জানা গেছে।

রোবাবর (১৭ নভেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে শারীরিকভাবে নির্যাতন করে শাহাদাত হোসেন। সেই অপরাধে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সোমবার তৃতীয় দিন থেকেই বল করতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক পাশে বল করার সময় আরাফাত সানি সঠিকভাবে বল করতে ব্যর্থ হচ্ছিলেন। এতেই তিনি তার ওপর ক্ষিপ্ত হয়ে ঝাপিয়ে পড়েন এবং মারধর করতে থাকেন। পরে সতীর্থরা সানিকে উদ্ধার করে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির একজন কর্মকর্তা জানান, অপরাধ স্বীকার করার পর শাহাদাতকে খুলনা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। এটি বিসিবির আচরণ বিধির ৪- লেবেলের অপরাধ।

তিনি আরও বলেন, এ পর্যায়ের অপরাধের শাস্তি হিসেবে একজন ক্রিকেটারকে বিসিবির যেকোন টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করার বিধান রয়েছে। সেই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানাও গুণতে হবে।

ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার বলেন, তিনি এ ঘটনা সংক্রান্ত বিষয়ে তার রিপোর্টটি বিসিবির কাছে জমা দিয়েছেন। কৃতকর্মের জন্য শাহাদাতের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের কোন এখতিয়ার ম্যাচ রেফারির নেই।

কিনি আরও বলেন, তার অপরাধটি আচরণ বিধির লেবেল -৪ এ পড়ে। এটি একটি বড় অপরাধ। কারণ এটি এমন কোন অপরাধ নয় যেখানে অসদাচরণ বা অপমান করা হয়েছে। সে তার সতীর্থকে লাথি মেরেছে। এখন রিপোর্টটি বিসিবির কাছে পাঠানো হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নেবে তাকে কী ধরনের শাস্তি দেবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

গৃহকর্মী নির্যাতনের পর এবার খেলোয়াড়কে পেটালেন শাহাদাত

গৃহকর্মী নির্যাতনের পর এবার খেলোয়াড়কে পেটালেন শাহাদাত

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ-গেইল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ-গেইল

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন