জিম্বাবুয়ে সফর স্থগিত করলো আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৭ মার্চ ২০২০
জিম্বাবুয়ে সফর স্থগিত করলো আয়ারল্যান্ড

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস কারণে এপ্রিল মাসের জিম্বাবুয়ের সফর স্থগিত করলো ক্রিকেট আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান এ খবর নিশ্চিত করেছেন।

আসন্ন জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। ১ এপ্রিল থেকে টি-টোয়েন্টি ও ৮ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরুর সূচি ছিল। তবে দু’বোর্ডের সম্মতিতে আসন্ন সফরটি স্থগিত করা হলো।

যৌথভাবে এক বিবৃতিতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, ‘খেলোয়াড়, স্টাফ ও সমর্থকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ পদক্ষেপের প্রয়োজন ছিল।’

করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৭ হাজার ১শ' জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ। চীনের উহান প্রদেশ থেকে এ ভাইরাস এখন সারাবিশ্বে। প্রাণঘাতী এ ভাইরাস থেকে রক্ষা পেতে একের পর এক ক্রীড়া ইভেন্ট বন্ধ করছে বিশ্বের ক্রীড়া সংস্থাগুলো।


শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে স্থগিত হলো পিএসএল

অবশেষে স্থগিত হলো পিএসএল

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

দেশের সকল খেলাধুলা বন্ধ ঘোষণা

দেশের সকল খেলাধুলা বন্ধ ঘোষণা

করোনায় প্রাণ হারালেন স্পেনের তরুণ কোচ

করোনায় প্রাণ হারালেন স্পেনের তরুণ কোচ