নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৩ এপ্রিল ২০২০
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। ঘরোয়া মৌসুম শেষে কেন উইলিয়ামসনদের আতিথ্য নেওয়ার কথা নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের। করোনার কারণে হুমকির মুখে পড়েছে তাদের সামনের সিরিজগুলো। সেই সাথে বাংলাদেশের সফর নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

শুক্রবার (৩ এপ্রিল) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সঙ্গে জড়িত। তবে বড় চিত্রটা দেখতে হবে। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দি। এখন শুধু আমাদের লোকজনের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তা নয়, আমাদের সমাজের ভালোও দেখতে হবে।’

ইতোমধ্যে নিউজিল্যান্ড নারী দলের শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়েছে, যা এপ্রিলের শেষে হওয়ার কথা। তবে নিউজিল্যান্ডের ভাগ্য ভালো যে তাদের ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পরই করোনাভাইরাস আঘাত হানে।

ঘরের মাঠে দ্বিপাক্ষিক কোনো সিরিজ স্থগিত করতে হয়নি কিউইদের। ডেভিড হোয়াইট বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সংকট দেখা দেয়।’

আপাতত নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে। প্রধান নির্বাহী হোয়াইট বলেছেন, ‘আমরা বুঝতে পারছি সব বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটের সমস্যা। এখন আমাদের মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করা।’

একই কারণে জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়ার সফর নিয়েও দেখা দিয়ে শঙ্কা। বিশ্বব্যাপী এ প্রাণঘাতি করোনাভাইরাস কবে নির্মূল হবে তা সকলের অজানা। শুধু ক্রিকেট নয়, পুরো বিশ্বই এখন এক অনিশ্চতার দিকে এগিয়ে যাচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মুশফিকদের বেতন কাটছে না বিসিবি

তামিম-মুশফিকদের বেতন কাটছে না বিসিবি

বিশ্ব টেনিস তারকাদের কণ্ঠে হতাশা

বিশ্ব টেনিস তারকাদের কণ্ঠে হতাশা

বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ বাড়ালো ফিফা

বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ বাড়ালো ফিফা

আরও বেশি সাহায্য চান তেভেজ

আরও বেশি সাহায্য চান তেভেজ