আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০২০
আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। স্থগিত করা হলেও শোনা যাচ্ছে  সেপ্টেম্বর, অক্টোবর নয়তো নভেম্বরে আইপিএল আয়োজনের কথা ভাবছে অনেকেই। এদিকে চলতি বছরের সূচিতে সেপ্টেম্বরে এশিয়া কাপ ও অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তবে গুঞ্জন রয়েছে এশিয়া কাপ বাতিল বা পিছিয়ে আইপিএল হতে পারে। কিন্তু এমন গুঞ্জনে চোটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পড়েছে পিসিবির ওপর। যদিও ভারতের সঙ্গে রাজনৈতিক কারণে নিজ দেশে টুর্নামেন্টটি আয়োজনে বাধা পেয়েছে সংস্থাটি। তাই নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে। কিন্তু এহসান মানি আগাম জানিয়ে দিলেন, আইপিএল আয়োজন করার জন্য যদি এশিয়া কাপ বাতিল করা হয় অথবা পেছানো হয়, তা তিনি মেনে নেবেন না।

গুঞ্জন হলেও অফিসিয়ালি এ বিষয়ে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু হুঁশিয়ারি দিয়ে পিসিবি প্রধান বলেন, ‘এশিয়া কাপ বাতিল করে অথবা পিছিয়ে দিয়ে আয়োজন করা হতে পারে আইপিএল এমনটি শুনেছি এবং পড়েওছি । অনেকেই এ বিষয়ে আলোচনা করছে। কিন্তু একটি বিষয়ে পরিষ্কার ধারণা থাকা ভালো। এশিয়া কাপ কিন্তু শুধুমাত্র ভারত ও পাকিস্তানের প্রতিযোগিতা নয়। বেশ কয়েকটি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা হয়।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ক্রিকেট শুরু হলে এশিয়া কাপ নিয়ে চিন্তা-ভাবনা করা উচিৎ। কারণ এই প্রতিযোগিতার ওপরে বেশ কয়েকটি দেশের ক্রিকেট ভবিষ্যৎ নির্ভর করে।’

মানি আরও যোগ করেন, ‘এই পরিস্থিতিতে ক্রিকেট শুরু করা কঠিন। মানুষের জীবন কী করে বাঁচানো যায় তা নিয়েই ভাবতে হবে। ক্রিকেট নিয়ে ভাবার সময় এখন নয়। তবে এশিয়া কাপ না হলে অনেক ক্রিকেট সংস্থারই আর্থিক ক্ষতি হয়ে যাবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের পরিচর্যার প্রয়োজন : সাকিব

ভারত বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের পরিচর্যার প্রয়োজন : সাকিব

সে দিন বিধাতা আমার পক্ষে ছিল : সাকলাইন

সে দিন বিধাতা আমার পক্ষে ছিল : সাকলাইন

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পদ্ধতি বাতিয়ে দিলেন ব্র্যাড হগ

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পদ্ধতি বাতিয়ে দিলেন ব্র্যাড হগ

বোনাস পয়েন্টে পাকিস্তানের অপেক্ষা বাড়িয়ে বিশ্বকাপে ভারত

বোনাস পয়েন্টে পাকিস্তানের অপেক্ষা বাড়িয়ে বিশ্বকাপে ভারত