সারা জীবন সবকিছু ধরে রাখা সম্ভব নয় : ডু প্লেসিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৫ মে ২০২০
সারা জীবন সবকিছু ধরে রাখা সম্ভব নয় : ডু প্লেসিস

ফাইল ছবি

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়েছেন ফাফ ডু-প্লেসিস। ১৩ বছর বয়স থেকে বিভিন্ন পর্যায়ে অধিনায়কত্ব করেছেন তিনি। তবে অধিনায়কত্বকে সবচেয়ে বেশি মিস করছেন ডু-প্লেসিস। কারণ নিজেকে একজন ক্রিকেটারের আগে অধিনায়ক হিসেবে ভাবতে ভালো লাগে তার।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ডু-প্লেসিস বলেন, ‘আমি অধিনায়কত্বটা উপভোগ করি, এটা আমারই একটা অংশ। ১৩ বছর বয়স থেকেই আমি বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছি। এখনও আমি নিজেকে একজন ক্রিকেটারের আগে অধিনায়ক হিসেবে ভাবি।

অন্য কিছুর চেয়ে আমি এটাকে উপভোগ করি। আমি অধিনায়কত্বটা সব সময় মিস করবো। কিন্তু একটা সময় আসবে যখন অন্য এক অধিনায়ক তৈরি হওয়ায়, আমাকে জায়গা ছেড়ে দিতে হবে। সারা জীবন সবকিছু ধরে রাখা সম্ভব নয়।’

২০১৬ সালে এবি ডি ভিলিয়ার্সের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব পান ডু-প্লেসিস। এরপর দলকে ৩৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার ১৮টি জয় ও ১৫টি হার ছিল। ৩৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ২৮টি জয় ও ১০টি হারের স্বাদ নেন ডু-প্লেসিস। দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি ৩৭ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডু-প্লেসিস। জয় সর্বোচ্চ ২৩ ও হার ১৩টি।

নেতৃত্ব ছাড়লেও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলকে এখনও ভালবাসেন বলে জানান ডু-প্লেসিস। তিনি বলেন, ‘আমি এখনও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলকে ভালোবাসি। দলে এখানও আমার মূল্য রয়েছে। কারণ দলকে এখনও অনেক কিছু দেয়ার আছে। আমি অধীর আগ্রহে মুখিয়ে আছি, দেশের হয়ে তিন ফরম্যাটে খেলতে।’

করোনাভাইরাসের কারণে প্রায় দু’মাস ধরে বন্ধ সকল ক্রিকেট কার্যক্রম। এ অবস্থায় ক্রিকেট খেলার ক্ষুধা বেড়ে গেছে ডু-প্লেসিসের। এমনটাও বলেন তিনি, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরেই খেলা থেকে দূরে আছি। এতে আমার ক্ষুধাটা বাড়িয়ে দিয়েছে। একটা খেলোয়াড়ের জন্য, এটাই বড় বিষয় যে, যা ভালোবাস যায় সেটাই করা উচিত।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হেলসের জন্য ফিরে আসার দরজা খোলা : মরগান

হেলসের জন্য ফিরে আসার দরজা খোলা : মরগান

দ্য হান্ড্রেড স্থগিতের পর বাতিল হলো খেলোয়াড়দের চুক্তি

দ্য হান্ড্রেড স্থগিতের পর বাতিল হলো খেলোয়াড়দের চুক্তি

ভারতের বোলিং মাস্টার হতে চান শোয়েব আখতার

ভারতের বোলিং মাস্টার হতে চান শোয়েব আখতার

নিজেকে এখনো সেরা ছয়ে ভাবেন উসমান খাজা

নিজেকে এখনো সেরা ছয়ে ভাবেন উসমান খাজা