লালা ব্যবহারের নিষেধাজ্ঞা সাময়িক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৫ মে ২০২০
লালা ব্যবহারের নিষেধাজ্ঞা সাময়িক

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি। যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে লালা দিয়ে বল উজ্জ্বল করার নিয়মে নিষেধাজ্ঞা। সেই সঙ্গেই অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি প্রস্তাব দিয়েছিল, স্থানীয় আম্পায়ারদের নিয়ে ম্যাচ পরিচালনা করার বিষয়ে।

রবিবার (২৮ মে) ভারতের সাবেক অধিনায়ক ও আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে জানিয়েছেন, প্রত্যেকটি প্রস্তাবই সাময়িক সমাধানের কথা ভেবে দেওয়া। আইসিসি মান্যতা না দিলে কোনও নিয়মই পরিবর্তন করা সম্ভব নয়।

লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবের বিরোধিতা করেছেন অনেকেই। মাইকেল হোল্ডিং থেকে ওয়াকার ইউনিসের মতো সাবেকরা মনে করেন, এতে ক্রিকেট থেকে রিভার্স সুইং শিল্প হারিয়ে যাবে। ব্রেট লি এই প্রস্তাবকে সমর্থন করলেও জানিয়েছেন, নিয়ম মেনে চলা কঠিন।

কুম্বলে বলেন, ‘এখনও নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব একেবারেই সাময়িক। যত দিন করোনা আতঙ্ক থাকবে, তত দিন এই নিয়ম পালন করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিস্থিতি আবার আগের মতো হলে, পুরনো নিয়মেই খেলা হবে।’

কৃত্রিম কোনও বস্তু ব্যবহার করে বল উজ্জ্বল করার নিয়মকে সমর্থন করেছেন অনেকেই। কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটিও এ বিষয়ে আলোচনা করেছিল। কৃত্রিম যে কোন বস্তু ব্যবহারে সব সময়ই বিরোধিতা করেছে আইসিসি। পাশাপাশি ক্রিকেটের সংস্কৃতির কথা মাথায় রেখে এই প্রস্তাব আমরা দিতেও পারি না।

তিনি বলেন, ‘যদি ক্রিকেটের ইতিহাস ঘেঁটে দেখা হয়, তা হলে জানা যাবে, কৃত্রিম যে কোন বস্তু ব্যবহারে সব সময়ই বিরোধিতা করেছে আইসিসি। এত দিন কৃত্রিম পদার্থ দিয়ে বল উজ্জ্বল করার পদ্ধতিকে প্রতারণা হিসেবে দেখা হত। যদিও আমরা আলোচনা করেছি যে, কৃত্রিম পদার্থ ব্যবহার করার প্রস্তাব দেওয়া হবে কি না। পাশাপাশি ক্রিকেটের সংস্কৃতির কথা মাথায় রেখে এই প্রস্তাব আমরা দিতেও পারি না।’

২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের উদাহরণ টেনে কুম্বলে বলেন, ‘অভিযুক্ত হওয়ার পরে আইসিসি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়াও কঠিন সিদ্ধান্ত নিয়েছিল বল বিকৃতি কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে। তা হলে আমরা কী করে কৃত্রিম পদার্থ ব্যবহারের প্রস্তাব দিই?’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকে সরিয়ে টি-টোয়েন্টিতে রোহিতকে অধিনায়ক করার দাবি

কোহলিকে সরিয়ে টি-টোয়েন্টিতে রোহিতকে অধিনায়ক করার দাবি

ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজে ম্যাচ পাতানোর অভিযোগ

ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজে ম্যাচ পাতানোর অভিযোগ

আইসিসির গাইডলাইনের স্বচ্ছতা চান সাকিব

আইসিসির গাইডলাইনের স্বচ্ছতা চান সাকিব

ক্যারিয়ারে দুইবার আবেগ ধরে রাখতে পারেননি মাশরাফি

ক্যারিয়ারে দুইবার আবেগ ধরে রাখতে পারেননি মাশরাফি