জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩০ এএম, ২২ জানুয়ারি ২০২২
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো স্বাগতিক শ্রীলংকা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে লঙ্কান বাহিনী। ফলে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় লঙ্কানরা।

শুক্রবার (২১ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৪ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে পাথুম নিশাঙ্কা ৫৫ ও চারিথ আসালঙ্কা ৫২ রান করেন।

জয়ের জন্য ২৫৫ রানের টার্গেটে খেলতে শ্রীলঙ্কার বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ২৪ দশমিক ৪ ওভারেই গুটিয়ে যায় সফরকারী জিম্বাবুয়ে দল। অলআউট হওয়ার আগে মাত্র ৭০ রান করে জিম্বাবুয়ে। দলের মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারেন।

অন্যদিকে, বল হাতে শ্রীলঙ্কার লেগ-স্পিনার জেফরি বান্দারসে ১০ রানে ৪ উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন আসালঙ্কা এবং সিরিজ সেরা হয়েছে নিশাঙ্কা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে শ্রীলঙ্কা এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২২ রানে জিতেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। ফলে সিরিজের শেষ ম্যাচ দাঁড়ায় অঘোষিত ফাইনালে। যেটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক শ্রীলঙ্কা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা ইস্যুতে কমলো শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ভেন্যু

করোনা ইস্যুতে কমলো শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ভেন্যু

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

১০ দিনেই অবসর ভেঙে ফেরার ঘোষণা দিলেন ভানুকা রাজাপাকসে

১০ দিনেই অবসর ভেঙে ফেরার ঘোষণা দিলেন ভানুকা রাজাপাকসে

অবসর নিলেও বিপিএল-আইপিএল খেলতে ‘পারবেন না’ লঙ্কান ক্রিকেটাররা

অবসর নিলেও বিপিএল-আইপিএল খেলতে ‘পারবেন না’ লঙ্কান ক্রিকেটাররা