টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১০ জুলাই ২০২২
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হানা দিয়েছিল বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৫০ মিনিট পর অনুষ্ঠিত হয়। গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন নাসুম আহমেদ।

রোববার (১০ জুলাই) গায়ানার প্রভিডেন্স পার্কে সকাল থেকেই ছিল বৃষ্টি। তবে বৃষ্টি অনেক আগে থামলেও মাঠ প্রস্তুতে সময় লেগেছে অনেক বেশি সময়। ফলে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর খেলা মাঠে গড়ানোয় ম্যাচ নেমে এসেছে ৪১ ওভারে।

দুইদিন ধরে বৃষ্টি চলমান বৃষ্টির কারণে ঢাকা ছিল পুরো মাঠ। টস জিতে তাই সেই সুবিধা নেওয়ার কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে তামিম বলেন, “দুইদিন ধরে উইকেট ঢাকা থাকায় কিছুটা ময়েশ্চার থাকবে। আশা করি আমাদের বোলাররা এর সুবিধা নিতে পারবে।”

এই ম্যাচ দিয়েই দীর্ঘ ১৬ বছর পর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দুইজনকে ছাড়াই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। দুইজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

মুশফিকুর রহিম না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে তিন নম্বর পজিশনে সাকিবের বদলি হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ
নিকোলাস পুরান, শাই হোপ, রভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, অ্যান্ডারসন ফিলিপ, গুদাকেশ মতি, জেইডন সিলস ও আকিল হোসেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

দুই বলের প্রস্তুতিতে মাঠে নামবেন তামিম

দুই বলের প্রস্তুতিতে মাঠে নামবেন তামিম