ভারতের জালে চার গোল, বাংলাদেশের জয়ের হাসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ৩১ আগস্ট ২০২৫
ভারতের জালে চার গোল, বাংলাদেশের জয়ের হাসি

ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করলেও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারের স্বাদ ভারত। সৌরভী আকন্দ প্রীতির জোড়া গোলে ভারতকে ৪-৩ গোলের ব্যবদানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার (২৯ আগস্ট) স্বাগতিক ভুটানের সাথে বাংলাদেশ ১-১ গোলে ড্র করায় শিরোপা জয়ে পিছিয়ে পড়ে। বিপরীতে নেপালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা জয় নিশ্চিত করে ভারত।

শিরোপা হাতছাড়া হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় দেখার ম্যাচটি ছিল মর্যদার লড়াই। কারণ দু’দলের প্রথম দেখায় ভারতের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

ভুটানের মাঠে ভারতের বিপক্ষে রোববার (৩১ আগস্ট) ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। সেন্টার হওয়ার পর ম্যাচের প্রথম মিনিটেই (২৩ সেকেন্ডে) গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয় পূর্ণিমা মারমা। 

তবে ম্যাচের ১০ম মিনিটে আনুষ্কা কুমারীর গোলে ১-১ গোলে সমতায় ফেরে ভারতের মেয়েরা। সমতায় ফিরলেও সেটি ধরে রাখতে পারেনি ভারত।

ম্যাচের ৩৪তম মিনিটে আলপি আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ফলে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
sportsmail24
শেষ মুহূর্তে জয়সূচক গোলের পর উল্লাস করে বাংলাদেশের মেয়েরা, ছবি: বাফুফে

বিরতির পর আরও এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৪৯তম মিনিটে সৌরভী আকন্দ প্রীতি গোল করে দলকে ৩-১ ব্যবধানের লিড এনে দেন। তবে এরপরও হারের শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে।

৩-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ভারতের মেয়েরা। একের পর এক আক্রমণে বাংলাদেশ শিবিরে আতংক ছড়ায় ভারত।

এমন পরিস্থিতে বাংলাদেশের গোলরক্ষকের দুটি গোল পেয়ে যায় ভারত। ৬৫তম মিনিটে প্রীতিকা বর্ণম এবং ৮৯তম মিনিটে জুলান নংমাইথেম গোল করে দলকে ৩-৩ এ সমতায় ফেরায়।

তবে নাটক তখনো বাকি থাকে। নির্ধারিত সময়ের খেলার শেষে অতিরিক্ত হিসেবে যোগ করা ৫ মিনিটের শেষ সময়ে (৯৫+৫) গোলে পেয়ে যায় বাংলাদেশ।

সৌরভী আকন্দ প্রীতির দূর থেকে নেওয়া শটের বল ফেরালেও নিয়ন্ত্রণে নিতে না পারায় আত্মঘাতী গোল খেলে বসে ভারত। শেষ মূহুর্তের গোলে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।



শেয়ার করুন :