ইবাদতের মাথায় ১৩৯তম ওয়ানডে ক্যাপ পড়ালেন মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ পিএম, ১০ আগস্ট ২০২২
ইবাদতের মাথায় ১৩৯তম ওয়ানডে ক্যাপ পড়ালেন মোস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইনোর ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ১৩৯তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু করলেন পেসার ইবাদত হোসেন। দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের কাছে ওয়ানডে ক্যাপ মাথায় পড়েন তিনি।

বুধবার (১০ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে দল থেকে বাদ দেয় বাংলাদেশ। তাদের পরিবর্তে একাদশে জায়গা পান সিরিজে মাঝপথে দলে ডাক পাওয়া ইবাদত হোসেন ও ইনজুরি থেকে ফেরা মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের হয়ে সাদা পোশাকে ১৭ টেস্ট খেলে এখন পর্যন্ত ৩১ উইকেট শিকার করেছেন ইবাদত হোসেন। এর আগে বেশ কয়েকবার সীমিত ওভারের দলে ডাক পেলেও জাতীয় দলে অভিষেক হয়নি তার। এবার সেই অপেক্ষার অবসান ঘটলো।

জাতীয় দলে সাদা পোশাকে নিয়মিত হলেও লিস্ট ‘এ’ ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না তার। এখন পর্যন্ত ১৩ লিস্ট ‘এ’ ক্যারিয়ারে শিকার করেছেন ১৩ উইকেট। অবশ্য রঙিন পোশাকের ক্ষুদ্রতম সংস্করণে ৪৩ ম্যাচ খেলেছেন ইবাদত। এই ফরম্যাটে তার শিকার ৪৩ উইকেট।

টেস্ট ক্রিকেটে ইবাদতের শুরুটা ভালো না হলেও সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন তিনি। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার ওয়ানডেতেও খেলতে নামলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ দলকে আইসিসির জরিমানা

বাংলাদেশ দলকে আইসিসির জরিমানা

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি

দুই ম্যাচের পারফরম্যান্সে ‘সমালোচনা’ মানতে নারাজ ডোমিঙ্গো

দুই ম্যাচের পারফরম্যান্সে ‘সমালোচনা’ মানতে নারাজ ডোমিঙ্গো