বাংলাদেশ দলকে আইসিসির জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৯ আগস্ট ২০২২

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও খুইয়ে শোকস্তব্ধ টাইগার শিবির। এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল তারা, স্লো ওভার রেটের কারণে বাংলাদেশকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার ( ৭ আগস্ট) দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল তামিম ইকবালের দল। মঙ্গলবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে জরিমানা করার ব্যাপারে নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। সেক্ষেত্রে দুই ওভার পিছিয়ে থাকার কারণে বাংলাদেশে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা দিতে হলো। 

দ্বিতীয় ওয়ানডেতে তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৯১ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে হাসান মাহমুদের জোড়া ধাক্কা খেলেও সিকান্দার রাজার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ৪৭.৩ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচ আড়াই ওভার আগে শেষ হলেও জরিমানার হাত থেকে নিস্তার পায়নি বাংলাদেশ। অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ফলে আনুষ্ঠানিক শুনানি করার প্রয়োজন পড়েনি। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিতে প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। বুধবার ( ১০ আগস্ট) হারারেতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি

৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

দুই ম্যাচের পারফরম্যান্সে ‘সমালোচনা’ মানতে নারাজ ডোমিঙ্গো

দুই ম্যাচের পারফরম্যান্সে ‘সমালোচনা’ মানতে নারাজ ডোমিঙ্গো