টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির দুই রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩
টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির দুই রেকর্ড

তিন ম্যাচ সিরিজে থিরুভানান্থাপুরামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের ৪৬তম সেঞ্চুরি করলেন ভারতের বিরাট কোহলি। ব্যাট হাতে তিনি ১৬৬ রানে অপরাজিত ইনিংস খেলেছেন। এ ইনিংসের মধ্য দি নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সেঞ্চুরিতে কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি।

এতোদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি করে রেকর্ডটি দখলে রেখেছিলেন টেন্ডুলকার। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ১০টি সেঞ্চুরি করে বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে কোন নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ শতকের রেকর্ড গড়লেন কোহলি।

এছাড়া এতোদিন ঘরের মাঠে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরির রেকর্ড দখলে ছিল টেন্ডুলকারের। ঘরের মাঠে ২১তম সেঞ্চুরি করেন কোহলি।

অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের রান টপকে গেছেন কোহলি। ২৬৮ ম্যাচে তার রান ১২৭৫৪। ৪৪৮ ম্যাচে জয়াবর্ধনের রান ১২৬৫০।

বিরাট কোহলির এ রেকর্ডের ম্যাচে ৩৯০ রানের সংগ্রহ গড়ে ভারত। শুধু তাই নয়, শ্রীলঙ্কাকে মাত্র ৭৩ রানে গুটিয়ে দিয়ে ৩১৭ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়লো ভারত

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়লো ভারত

আরও একটি অস্ত্রোপচার লাগবে পান্তের

আরও একটি অস্ত্রোপচার লাগবে পান্তের

ভারতের টেস্ট দলে সূর্যকুমার-কিশান

ভারতের টেস্ট দলে সূর্যকুমার-কিশান

মিরাজকে কোহলির জার্সি উপহার

মিরাজকে কোহলির জার্সি উপহার